ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩৩১ করেও নার্ভাস ছিলেন ম্যাককালাম

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
৩৩১ করেও নার্ভাস ছিলেন ম্যাককালাম ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে  শ্রীলঙ্কাকে  ৯৮ রানে হারিয়ে দাপুটে সূচনা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। শনিবার টসে হেরে আগে ব্যাট করে ছয় উইকেটে ৩৩১ রান করে নিউজিল্যান্ড।

৩৩২ রান তাড়া করতে নেমে ২৩৩ রানে অল আউট হয় শ্রীলঙ্কা।

দলীয় প্রচেষ্টায় গড়া ৩৩১ রানের বড় পুঁজিই মূলত লংকানদের সাথে পার্থক্য গড়ে দেয় কিউইদের। অথচ বড় স্কোর গড়েও নাকি নাভার্স ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম!

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কিউই দলপতি বলেছেন, ‘৩৩১ রানের দলীয় স্কোর গড়েও আমরা কিছুটা নার্ভাস ছিলাম। কারন, শ্রীলংকান দলে বিশ্বমানের কয়েকজন ক্রিকেটার আছে। ’

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় প্রসঙ্গে ম্যাককালাম বলেছেন, আমাদের ছেলেরা সত্যিই দারুণ খেলেছে। আমরা এমন মূহুর্তের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। পরিকল্পনামতোই সব হয়েছে।

ক্রাইস্টচার্চের উইকেট প্রসঙ্গে কিউই দলপতি বলেছেন, উইকেট কিছুটা ধীরগতির ছিল। তবে উইকেটে ভালো বাউন্স ছিল। আমাদের ইনিংসের ভিত্তিটা দারুণ হয়েছে। ওপেনিং জুটি রান পাওয়ায় পরবর্তীতে ব্যাটসম্যানরা হাত খুলে ব্যাট চালাতে পেরেছে।

৩৩ বছর বয়সি ম্যাককালাম তার দলের বোলারদেরকেও প্রশংসায় ভাসিয়েছেন। বিশেষভাকরে বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরির কথা উল্ল্যেখ করেন তিনি।

ভেট্টরি গুরুত্বপূর্ন সময়ে মাহেলা জয়বর্ধনে ও তিলকারত্নে দিলশানের উইকেট তুলে নেন।

পেসার অ্যাডাম মিলনের প্রশংসাও করেছেন কিউই দলপতি। মিলনেকে নিউজিল্যান্ডের পরবর্তী ‘শেন বন্ড’ বলে বিশেষন দেন ম্যাককালাম। মিলনে এ ম্যাচে দুটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।