ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইউনুসকে ফেরালেন শামি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ইউনুসকে ফেরালেন শামি ছবি: সংগৃহীত

ঢাকা: ওপেনিংয়ে ‘আনাড়ি’ ইউনুস খানকে (৬) সাজঘরে পাঠালেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। পাকিস্তানি ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে তাকে উইকেটের পেছনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি।

ইউনুসের বিদায়ের পর নেমেছেন হারিস সোহেল, আগে থেকেই ক্রিজে আছেন ওপেনার আহমেদ শেহজাদ। প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ ওভারে ১৪ রান।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে অপরাজিত থাকতে এ ম্যাচেও জয় চাই ভারতের। সেক্ষেত্রে ৩০০ রানের আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের থামিয়ে দিতে হবে তাদের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ময়দানে শুরু হয় ভারত-পাকিস্তানের এ ক্রিকেটীয় মহাযুদ্ধ। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন দলের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা। শেষ দিকে কয়েকটি উইকেট খুইয়ে ফেললেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রান সংগ্রহ করেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন বিরাট কোহলি। ভারতের নতুন এ লিটল মাস্টার প্রথম কোনো ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। এছাড়া, ঝড়ো ইনিংস খেলে ৭৪ রান করেন রায়না এবং ৭৬ রান করেন ধাওয়ান। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নেন পেসার সোহেল খান। তার এ শিকার এবারের বিশ্বকাপের সর্বোচ্চও।

বিশ্বকাপের লড়াইয়ের ইতিহাস-পরিসংখ্যান ভারতকে এগিয়ে রাখলেও সেই ইতিহাস নতুন করে লেখার প্রত্যয় নিয়ে নেমেছে পাকিস্তান।

ভারত দল
মহেন্দ্র সিং ধোনি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহিত শর্মা, উমেশ যাদব।

পাকিস্তান দল
আহমেদ শেহজাদ, ইউনুস খান, হারিস সোহেল, মিসবাহ উল হক, উমর আকমল, সোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, সোহেল খান এবং ওয়াহাব রিয়াজ।

এর আগে ১৯৯২, ৯৬, ৯৯, ২০০৩ ও ২০১১ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। প্রত্যেক লড়াইয়েই শেষ হাসি হেসেছে ভারত। মজার ব্যাপার হলো- এ পাঁচবারের লড়াইয়ে প্রতিবারই ময়দানে ছিলেন শচীন। এরমধ্যে আবার তিন লড়াইয়ের ‘সেরা যোদ্ধা’র পুরস্কারও পান লিটল মাস্টার। রোববার সেই ক্রিকেটপুত্রকে ছাড়াই মাঠে নামলো ভারত।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

** ৩০১ রানের টার্গেটে ব্যাটিংয়ে পাকিস্তান
** পাকিস্তানকে ৩০১ রানের টার্গেট দিল ভারত
** শেষ দিকে চড়াও ভারতীয় ব্যাটসম্যানরা
** ফিরলেন ধাওয়ান, নামলেন রায়না
** ধাওয়ান-কোহলির ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত
** ভারতের রানের চাকার গতি বাড়ছে
** ধাওয়ান-কোহলিতে ঘুরছে রানের চাকা
** সাজঘরে রোহিত, নেমেছেন কোহলি
** দেখেশুনে ব্যাট চালাচ্ছেন রোহিত-ধাওয়ান
** রোহিত-ধাওয়ানের ব্যাটে ভারতের সূচনা
** টসে জিতে ব্যাটিংয়ে ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।