ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের হুমকি আইরিশ অধিনায়কের

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ক্যারিবীয়দের হুমকি আইরিশ অধিনায়কের

ঢাকা: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। অনেকটা হুমকি দেয়ার স্বরে আইরিশ ‍অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড জানিয়েছেন, উইন্ডিজ দল হেরে গেলে তাতে অবাক হওয়ার কিছু ঘটবে না।

আগামীকাল নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দু’দল।

বিশ্বকাপ শুরুর অাগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চার উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। তাই ক্যারিবীয়দের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আইরিশরা। অপরদিকে সাম্প্রতিক ফর্ম ও মাটের বাইরের বিতর্কে উইন্ডিজ দলের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি রয়েছে।

পোর্টারফিল্ড বলেন, ‘ক্যারিবীয়দের হারের স্বাদ দিতে আমরা প্রস্তুত। দলের ক্রিকেটারারা যথেষ্ট আত্মবিশ্বাসী। অভিজ্ঞদের পাশাপাশি তরণরাও খুব ভালো করছে। আমরা যদি তাদেরকে হারাতে পারি তাহলে মনে হয় কেউই অবাক হবেন না। ’

আইরিশ অধিনায়ক আরো বলেন, ‘আমাদের দলের কোচ ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ছিলেন। তার কাছ থেকে আমরা বেশ উৎসাহ পাচ্ছি। সবকিছু মিলিয়ে ইতিবাচক ফলাফল করতে পারব বলে ‍আশা রাখছি। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।