ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উভয়সঙ্কটে অজি নির্বাচকরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
উভয়সঙ্কটে অজি নির্বাচকরা ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯৮ রানে হারিয়ে দারুণ সূচণা করেছে  স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার মেলবোর্নে অনুষ্ঠেয় ম্যাচে অজি ব্যাটসম্যানদের সাথে জ্বলে ওঠে পেসাররাও।

ডানহাতি পেসার মিচেল মার্শ একাই নেন পাঁচ উইকেট। ফলে পরবর্তী ম্যাচে মার্শ দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দলে থাকার কথা।

এদিকে ইনজুরি কাটিয়ে সুস্থ  হয়ে উঠেছেন গতি দানব জেমস ফকনার। ফলে পরবর্তী ম্যাচে মিচেল জনসনের সঙ্গে পেস আক্রমনে কে থাকবেন তা নিয়ে সঙ্কটে পড়েছে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রড মার্শ ও তার সহযোগিরা। কারণ, ফকনার নির্বাচকদের প্রথম পছন্দ। বোলিংয়ের পাশাপাশি দলের আট নম্বর ব্যাটসম্যান হিসেবেও কার্যকরী ফকনার।

শনিবারের ম্যাচে ফকনারের অনুপস্থিতির কারনে দলে সুযোগ পান মিচেল মার্শ। ৩৩ রান দিয়ে ‍পাঁচ উইকেট নেন ২৪ বছর বয়সি এ পেসার। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের জন্য যোগ করেন ২৩ রান। তার অলরাউন্ড পারফরম্যান্সে বড় জয় পায় অস্ট্রেলিয়া। ফলে তাকে বাদ দেয়া নির্বাচকদের জন্য খুবই কঠিন।

মার্শের অসাধারণ পারফরম্যান্সের খড়গ নেমে আসতে পারে শেন ওয়াটসনের উপর দিয়ে। ওয়াটসন অজি দলের গুরুত্বপূর্ন একজন খেলোয়াড় হলেও প্রথম ম্যাচে শুন্য রানে আউট হওয়ায় নির্বাচকরা ওয়াটসনের জায়াগা নিয়ে ভাবতেই পারেন।

জায়গা পাকাপোক্ত নয় প্রথম ম্যাচের অধিনায়ক জর্জ বেইলিরও। নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক পুরোপুরি ফিট না থাকায় প্রথম ম্যাচে অধিনায়ক হয়ে মাঠে নেমেছিলেন বেইলি। তবে, ফেব্রুয়ারির ২১ তারিখে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে দলের নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের। ফলে একাদশ থেকে ছিটকে পড়তে পারেন জর্জ বেইলি।

ইংল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচে ৫৫ রান করেন বেইলি। পরের ম্যাচে তাকে ছেঁটে ফেলাও সহজ নয় নির্বাচকদের জন্য। ফলে পরের ম্যাচের একাদশ নির্বাচনটা বেশ কঠিন হয়ে গেল নির্বাচকদের জন্য।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।