ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিসবাহদের কুশপুতুল দাহ

ভারতের সঙ্গে হারে পাকিস্তানে ৫০ টিভি ভাঙচুর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ভারতের সঙ্গে হারে পাকিস্তানে ৫০ টিভি ভাঙচুর ছবি: সংগৃহীত

ঢাকা: বরাবরের মতো বিশ্বকাপে রোববারও (১৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভাল স্টেডিয়ামে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করায় মিসবাহ উল হক বাহিনীর কুশপুতুল দাহ করেছে বিক্ষুব্ধ পাকিস্তানি ক্রিকেটভক্তরা। কেবল তাই নয়, রাগে ক্ষোভে করাচি-লাহোর-রাওয়ালপিন্ডিসহ বেশ কিছু এলাকার রাস্তায় প্রায় অর্ধশত টিভি সেট ভাঙচুরের খবর পাওয়া গেছে।

কয়েকটি স্থানে বিক্ষোভ হয়েছে বলেও খবর এসেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) অ্যাডিলেড ওভালে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ৩০০ রান স্কোর বোর্ডে জমা করে ভারত। ৩০১ রানের টার্গেট তাড়া করতে নেমে  ৪৭ ওভারেই ২২৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৭৬ রানের জয় নিশ্চিত হয় ভারতের। আর এ জয়ের ফলে বিশ্বকাপে ছয় বারের দেখায় প্রতিবারই অপরাজিত থাকলো মহেন্দ্র সিং ধোনি বাহিনী।

পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানায়, পাকিস্তানি ইনিংসের শেষ দিকে অধিনায়ক মিসবাহর দিকে তাকিয়ে থাকলেও তিনি আউট হওয়ার পরপরই বিক্ষোভ, টিভি ভাঙচুর ও কুশপুতুল পোড়ানো শুরু হয়।

বিক্ষুব্ধ ভক্তদের অনেকেই আর বিশ্বকাপ না খেলে এখনই দেশে ফিরতে বলছেন মিসবাহ- আফ্রিদি-ইউনুসদের। ভক্তদের ক্ষোভ ঝরেছে ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।