ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শতক বঞ্চিত পল স্টারলিং

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
শতক বঞ্চিত পল স্টারলিং ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৫ রানের বড় টার্গেটে দারুণ ব্যাটিং করছিল আয়ারল্যান্ড। তবে ২৭ ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৯২ রান করে মারলন স্যামুয়েলসের বলে প্যাভিলিওনে ফেরলেন পল স্টারলিং।

শেষ খবর পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১৮৫ রান। জয়ের জন্য ২০ ওভারে দরকার ১১৯ রান, হাতে ৮ উইকেট।

এরআগে দলীয় ৭১ রানের মাথায় ম্যাচের ১৩ ওভার ৩ বলে গেইল আউট করেন ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডকে। উইকেটের পেছনে ক্যাচ দেন পোর্টারফিল্ড। তিনি করেছেন ২৩ রান।

এরআগে, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান করে ক্যারিবীয়রা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে হোঁচট খেলেও সিমন্স-স্যামির কল্যাণে বড় সংগ্রহই গড়েছে ক্যারিবীয়রা। আয়ারল্যান্ডকে তারা টার্গেট দিয়েছে ৩০৫ রানের।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে। মূলত লেন্ডল সিমন্সের ব্যাটে চড়ে হোঁচট খাওয়া ক্যারিবীয়দের বড় সংগ্রহ অর্জনটা সম্ভব হয়েছে। সিমন্স করেছেন ৮৪ বলে ১০২ রান। শতকের পরের বলেই (৪৯.৫ বলে) ম্যাক্স সোরেনসেনের বলে আউট হন তিনি। এছাড়া ৬৭ বলে ৮৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ড্যারেন স্যামি।

ম্যাচের শুরুতে মাত্র ৮৭ রানে ৫ ইউকেট হারিয়ে বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরে সপ্তম উইকেট জুটিতে সিমন্স-স্যামি যোগ করেন ১৫৪ রান। আর এতেই ক্যারিবীয়দের ভিত্তি হয় শক্ত।

খেলার শেষ পর্যন্ত (৫০ ওভার) ক্রিজে থেকে অপরাজিত মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল ও অধিনায়ক জেসন হোল্ডার। আন্দ্রে রাসেল খেলেন ঝড়ো ইনিংস। ১৩ বলে ২৭ রান তার সংগ্রহ।

এরআগে, ম্যাচের ২২তম ওভারের দ্বিতীয় বলে জর্জ ডকরেল ফেরান ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ভরসার নাম ক্রিস গেইলকে। হাওয়ায় উড়িয়ে মেরে ক্যাচ আউট হন গেইল। গেইল করেন ৬৫ বলে ৩৬ রান। তার পরের বলেই ডকরেল লেগবিফোরের ফাঁদে ফেলেন স্যামুয়েলসকে। ৪১ বলে ২১ রান করেন তিনি। এরপর আবার ২৪তম ওভারের তৃতীয় বলে ডকরেল লেগবিফোর করেন দিনেশ রামদিনকে। তিনি ৬ বল খেলে করেন ১ রান।

তারও আগে ৭ ওভার ৩ বলে প্রথম উইকেট পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। আউট হন ডুয়ান স্মিথ। স্মিথ ফিরেন ২৪ বলে ১৮ রান করে। এরপর ওভারের শেষ বলে গেইলের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন ড্যারেন ব্রাভো। তবে তিনি কোনো বলই খেলার সুযোগ পাননি।

ম্যাচে আয়ারল্যান্ড ছয় বোলার ব্যবহার করে। এরা হলেন- জন মুনি (৭ ওভারে ৫৯ রানে ১ উইকেট)। ম্যাক্স সোরেনসেন (৮ ওভারে ৬৪ রানে ১ উইকেট), অ্যান্ডু ম্যাকব্রাইন (১০ ওভারে ২৬ রান), কেভিন ও' ব্রায়েন (৯ ওভারে ৭১ রানে ১ উইকেট), জর্জ ডকরেল (১০ ওভারে ৫০ রানে নেন সর্বোচ্চ ৩টি উইকেট) এবং পল স্টার্লিং (৬ ওভারে ৩৩ রান)।

এরআগে, ১১তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫’র পঞ্চম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার খেলায় টস জিতে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড বোলিং করার সিদ্ধান্ত নেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের সেক্সটন ওভাল, নেলসন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড খেলা শুরু হয়। এর ঠিক ৩০ মিনিট আগে টস অনুষ্ঠিত হয়। ওডিআই ইতিহাসের ৩ হাজার ৬শ’ ৩ নম্বর ম্যাচ এটি।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
** শত রান পার করে সতর্কতায় এগুচ্ছে আইরিশরা
** বড় রানের জবাবে ব্যাটিংয়ে আইরিশরা
** সিমন্সের ব্যাটে হোঁচট খাওয়া ক্যারিবীয়দের বড় সংগ্রহ
** শতক বঞ্চিত স্যামি, ক্যারিবীয়রা ২৫৪
** ৫ উইকেট হারিয়ে, সিমন্স-স্যামির জুটি গড়ার চেষ্টা
** ডকরেল ঘূর্ণিতে ক্যারিবীয়দের ৫ ব্যাটসম্যান সাজঘরে
** প্রত্যাশা মেটাতে পারলেন না গেইল
** ক্যারিবীয় ও আইরিশ ম্যাচের ভেন্যু
** অষ্টম ওভারে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট পতন
** টস জিতে আয়ারল্যান্ড বোলিংয়ে
** বিশ্বকাপে ক্যারিবীয় ও আইরিশরা
** ক্যারিবীয়-আইরিশ ম্যাচে অভিভাবক যারা
** প্রত্যাশার ভার গেইলের দিকে
** শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড খেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।