ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আফগানদের নিয়ে দুশ্চিন্তা নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
আফগানদের নিয়ে দুশ্চিন্তা নেই মাহমুদুল্লাহ রিয়াদ

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আফগানদের নিয়ে দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

ক্যানবেরায় সংবাদ সম্মেলনে আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা দুঃশ্চিন্তা করছি না।

অনেক আগে থেকেই জানি আফগানিস্তানের সঙ্গে আমাদের প্রথম ম্যাচ। আমরা বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছি, আমরা ওদের হারাতে পারব।

গত বছর এশিয়া কাপে আফগানদের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের স্মৃতি আগামী ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন মাহমুদ‍ুল্লাহ।  

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের হারিয়ে প্রতিশোধ নিয়েছি। এটা আরেকটি ম্যাচ, এখন আমাদের লক্ষ্য ইতিবাচকভাবেই বিশ্বকাপ মিশন শুরু করা।

মাহমুদ্দলাহ রিয়াদ চারটি প্রস্তুতি ম্যাচের মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচেই ভালো পারফর্ম করেছেন। পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালকে সঙ্গে নিয়ে গেড়েছেন ১৬৮ রানের পার্টনারশিপ। ওই ম্যাচে মাহমুদুল্লাহ খেলেন ৮৩ রানের অনবদ্য ইনিংস।

আগামী ১৮ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।