ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টপঅর্ডারেই তিন ‘ডাক’

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
টপঅর্ডারেই তিন ‘ডাক’

ঢাকা: ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালের ২২ গজে  একপ্রান্তে টেন্ট বোল্ট অন্যপ্রান্তে টিম সাউদির পেস তোপ। আর সে  তোপে বালুর বাঁধের মতো হুড়মুড়িয়ে উইকেট পড়লো স্কটল্যান্ডের।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১২ ‍রান তুলতেই চার উইকেট হারায় তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিনজনই আউট হয়েছেন শুন্য রানে। ম্যাকলিওড, হামিশ গার্ডিনার ও অধিনায়ক প্রেস্টন মমসেনকে রানের খাতা খোলার আগেই সাজঘরে পাঠিয়েছেন কিউই পেসাররা।

এ রিপোর্ট লেখা অবধি স্কটিশদের সংগ্রহ ১৬ ওভারে চার উইকেটের বিনিময়ে ৪৭ রান।

টিম সাউদি ও টেন্ট বোল্ট দুটি করে উইকেট নিয়েছেন। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলেই শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন কালাম ম্যাকলিওড ও হামিশ গার্ডিনার। এরপর পেস তান্ডব চালান সাউদি। কাইল কোয়েটজার (১) ও অধিনায়ক প্রেস্টন মমসেনকে (০) ফেরান এ ডানহাতি পেসার।  

এর আগে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।