ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের সূচিতে বিরক্ত অজি কোচ!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বিশ্বকাপের সূচিতে বিরক্ত অজি কোচ! ড্যারেন লেহম্যান

ঢাকা: উদ্বোধনী ম্যাচের (১৪ ফেব্রুয়ার) এক সপ্তাহ পর আগামী ২১ ফেব্রুয়ারি টাইগারদের বিপক্ষে মাঠে নামছে অজিরা। এক সপ্তাহ পর ২৮ ফেব্রুয়ারি মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

চারদিন পর খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

দলের খেলার এমন বিরতিতে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন কোচ ড্যারেন লেহম্যান। এ সময় তিনি টুর্নামেন্টকে কিছুটা  ‘সঙ্কুচিত’ করার কথা বলেন।

টুর্নামেন্টের সূচি নিয়ে চতুর্থ কোনো অস্ট্রেলিয়ান কোচ হিসেবে এমন বিরক্তি প্রকাশ করলেন লেহম্যান।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে ৩০ দিনে ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচের মাঝখানে এক সপ্তাহ বিরতিকে দীর্ঘ সময় হিসেবে উল্লেখ করেন তিনি।

এর আগে টাইগারদের বিপক্ষে ২১ ফেব্রুয়ারির ম্যাচে ক্লার্কের ফেরার কথা জানান লেহম্যান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় আট সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় ক্লার্কের।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।