ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফুরফুরে কিউইদের মুখোমুখি ধুঁকতে থাকা ইংলিশরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ফুরফুরে কিউইদের মুখোমুখি ধুঁকতে থাকা ইংলিশরা

ঢাকা: সময়টা মোটেও ভালো যাচ্ছে না ইংল্যান্ডের।   স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানের হার দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হয়েছে ইংলিশদের।



খারাপ সময়কে সঙ্গে নিয়েই শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় ওয়েলিংটনে আরেকসহ আয়োজক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইয়োন মর্গানের দল। এই ম্যাচ যদি হেরে বসে ইংলিশরা তবে কোয়ার্টার ফাইনালে জায়গা পেতে হলে গ্রুপের পরবর্তী সব ম্যাচ জেতা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না।

অন্যদিকে পুল এ’র  টানা দুইটি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে নিউজিল্যান্ড। ইংলিশদের হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে ওঠা একরকম  নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।   তাই ইংলিশদের হারিয়ে কোয়ার্টার ফাইনালের সমীকরণ সহজ করে ফেলতে চায় ব্ল্যাক ক্যাপসরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড  হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও আত্মবিশ্বাসের কমতি নেই কিউইদের ড্রেসিংরুমে। কিউইরা লঙ্কানদের উড়িয়ে দিয়ে  শুরু করেছে টুর্নামেন্ট। তবে স্কটিশদের বিপক্ষে ১৪৩ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু তা নিয়ে দুঃশ্চিন্তা নেই টিম ম্যানেজম্যান্টের মধ্যে, উল্টো ইংল্যান্ডের বধের হিসেব কষতে ব্যস্ত কিউই থিংক ট্যাংক।

ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামেটি বেশ পরিচিত স্বাগতিকদের জন্যে। এই মাঠে শেষ ১১টি ওয়ানডের মধ্যে নয়টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে এই মাঠে  দুইটি ওয়ানডে খেলে দুইটিতেই হেরেছে ইংলিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম জানিয়েছেন, দলের প্রতি তার পূর্ন আস্থা রয়েছে।

অন্যদিকে এক জেমস টেইলর ছাড়া ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে ফর্মে নেই বেশির ভাগ ব্যাটসম্যান। অজিদের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ ছিল ইংল্যান্ডের টপ অর্ডার।   এই ম্যাচ জিততে হলে জ্বলে উঠতে হবে ইংলিশ ব্যাটসম্যানদের। বিশেষ করে অধিনায়ক ইয়োন মর্গানের দিকেই তাকিয়ে আছে ইংল্যান্ড।

সম্ভাব্য একাদশ নিউজিলান্ড: মার্টিন গাপটিল, ব্র্যান্ডন ম্যাককালাম, কেইন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি,  ড্যানিয়েল ভেট্টরি , টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।

সম্ভাব্য একাদশ  ইংল্যান্ড: মঈন আলী, ইয়ান বেল, গ্যারি ব্যালান্স, জো রুট, ইয়োন মরগান, জেমস টেইলর, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।