ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘লড়াইটা আমাদের ব্যাটসম্যান ও প্রোটিয়া বোলারদের’

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
‘লড়াইটা আমাদের ব্যাটসম্যান ও প্রোটিয়া বোলারদের’ বিরাট কোহলি

ঢাকা: আগামিকাল রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি এ ম্যাচটিকে দক্ষিণ আফ্রিকার বোলার ও ভারতীয় ব্যাটম্যানদের লড়াই হিসেবে দেখছেন।

কালকের ম্যাচটিতে তীব্র লড়াই হবে বলেও পুর্বানুমান করছেন কোহলি। কোহলি মনে করেন কোয়ার্টার ফাইনালে ওঠার পথ নিরাপদ রাখতে এ ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ন।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার গতিসম্পন্ন বোলার আছে আমাদের আছে ভালো ব্যাটসম্যান। লড়াইটা আমাদের ব্যাটসম্যান ও তাদের বোলারদের মাঝে হবে। ’

দক্ষিণ আফ্রিকা দলকে সমীহ করে কোহলি বলেন, ‘প্রোটিয়াদের বড় দিক হচ্ছে, তাদের দলে বিশ্বসেরা পেসার ডেল স্টেইন রয়েছে। সাথে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে। আমরা প্রতিটি খেলোয়াড়কে নিয়েই পরিকল্পনা করছি। ’

‘উভয় দলই শক্তিশালী। খেলার দিনটিতে যে দল ভালো করবে তারাই জিতবে’- বলেন কোহলি।

এবারের বিশ্বকাপে দু’দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। ভারত প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দী পাকিস্তানকে ৭৬ রানে হারায়। জিম্বাবুয়েকে ৬২ রানে হারিয়ে শুভ সূচণা করে দক্ষিণ আফ্রিকা।  

বিশ্বকাপে এর আগে ভারত-দক্ষিণ আফ্রিকা তিনবার মুখোমুখি হয়েছে। একবারও জয় পায়নি ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রোটিয়াদের হারিয়ে জয়ের স্বাদ নিতে চায় ভারত।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।