ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১ রানের জন্য ফিফটি বঞ্চিত ফিন!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
১ রানের জন্য ফিফটি বঞ্চিত ফিন! স্টুয়ার্ট ফিন

ঢাকা: ওয়েলিংটনে ম্যাককালাম ঝড়ে উড়ে গেছে ইংল্যান্ড। সেই ঝড়ের বড় অংশটা বয়ে গেছে স্টুয়ার্ট ফিনের উপর দিয়ে।

দলীয় তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন স্টিফেন ফিন। ফিনের প্রথম ওভারেই রানের বন্যা বইয়ে দেন ম্যাককালাম। সে ওভারে দুই চার ও দুই ছ্ক্কায় ম্যাককালাম তোলেন ২০ রান।

এরপর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম ওভারে আবারো তাকে বোলিংয়ে আনেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। সে ওভারে ব্যাটিং তান্ডব আরো বেড়ে যায় ম্যাককালামের।

প্রথম বলেই চার মারেন আরেক ওপেনার মার্টিন গাপটিল। এরপর এক রান নিয়ে ম্যাককালামকে স্ট্রাইক দিলে শেষ চার বলে চার ছক্কা হাঁকান এ হার্ডহিটার। সে ওভারে আসে ২৯ রান। দু’ওভার বল করে ৪৯ রান দেন স্টুয়ার্ট ফিন। ১ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছেন এ ডানহাতি পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভালোই শুরু করেছিলেন ফিন। কিন্তু ম্যাককালাম আজ তাকে লজ্জায় ডোবালেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।