ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রমিজ রাজাকে বহিষ্কারের দাবি টাইগার সমর্থকদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
রমিজ রাজাকে বহিষ্কারের দাবি টাইগার সমর্থকদের

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশ সম্পর্কে বিরুপ মন্তব্য করায় পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজার  বিরুদ্ধে  প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং টুইটারে।

রমিজ রাজাকে বাংলাদেশের  খেলা চলাকালে ধারাভাষ্য থেকে বিরত রাখার দাবি তুলেছে বাংলাদেশ দলের সমর্থকেরা।


 
বৃহস্পতিবার বাংলানিউজটোয়েন্টিফোরে  অতিথি কলামে  বাংলাদেশ নিয়ে রমিজ রাজার আপত্তিকর মন্তব্য গুলো তুলে ধরা হয়। বৃহস্পতিবার রাত  থেকেই ফেসবুক এবং টুইটারে বাংলাদেশিরা পাকিস্তানি এ ধারাভাষ্যকারকে তুলোধুনো করতে শুরু করেছে।
 
এই নিয়ে প্রতিবাদ জানাতে ফেসবুকে ইভেন্টও খোলা হয়েছে। ইভেন্ট আহ্বানকারী এনায়েত শাওন বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য যেই করুক তাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না,... এখন তথ্য প্রযুক্তির যুগ এটাকে কাজে লাগিয়ে আমরা প্রতিবাদ করছি... কারণ আন্তর্জাতিক পরিসরে আমাদের দেশকে কারো ছোট করার অধিকার নাই...বিসিবি'র অবশ্যই আইসিসিকে জানানো উচিত এবং যাতে তারা এই বিশ্বকাপ চলাকালেই ব্যবস্থা নিতে পারে। ...ঠিক যেভাবে সিধুর হঠকারিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ’
 
এদিকে  শুক্রবার বিকেলে  শাহবাগে রমিজরাজার কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচিও নিয়েছে বিক্ষুব্ধ বাংলাদেশের সমর্থকেরা।
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।