ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে শঙ্কামুক্ত স্টেইন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ভারতের বিপক্ষে শঙ্কামুক্ত স্টেইন ডেল স্টেইন

ঢাকা: ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচে গতিদানব ডেল স্টেইনের খেলা নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছিল। তবে, প্রোটিয়া এ বোলার সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারবেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো।



ডমিঙ্গো বলেন, ‘স্টেইন সাইনাসের অসুখ থেকে সেরে উঠেছে। সে এখন বেশ ভালো আছে। তাকে নিয়ে উদ্বেগের কিছু নেই। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠে নামা শতভাগ নিশ্চিত। ’

বিশ্বকাপ শুরুর আগে থেকেই স্টেইন ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। যার দরুণ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেললেও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন।

অসুস্থ অবস্থাতেই বিশ্বকাপের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামেন এই ডানহাতি পেসার। শরীরটা যে ভালো ছিল না তা স্টেইনের বোলিং ফিগারেই স্পষ্ট হয়েছিল। ৯ ওভার বল করে ৬৪ রানের বিনিময়ে নেন মাত্র এক উইকেট।

মেলবোর্নে আগামী রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ভিলিয়ার্স-আমলারা। উল্লেখ্য, বিশ্বকাপ ইতিহাসে প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি ভারত।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।