ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পাঁচটি বিশেষ দিক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পাঁচটি বিশেষ দিক

ঢাকা: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল ব্রিসবেনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর আগে আসরের প্রথম ম্যাচে অজিরা নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল।

আর টাইগারারা নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতে শুভ সূচনা করেছিল।

এদিকে এ ম্যাচে ইনজুরি মুক্ত হয়ে ফিরছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। পাশাপাশি এ বিশ্বকাপের ১১তম ম্যাচে বাংলাদেশও চাইবে স্বাগতিকদের বিপক্ষে ভালো খেলতে।   

নিচে পাঠকদের জন্য দু’দলের ম্যাচকে ঘিরে পাঁচটি বিশেষ দিক তুলে ধরা হলো:

১/ক্লার্কের ফিরে আসা: গত ডিসেম্বর থেকে হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভোগা ক্লার্ক অজি দলে ছিলেন অনিয়মিত। আর এ ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে ফিরে আসায় তার দিকে সমর্থকদের দৃষ্টি থাকবে একটু বেশি।

এদিকে ইনজুরির কারণে ক্যারিয়ার প্রায় শেষ হতে যাওয়া ক্লার্ক দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৯৮ রান করেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে না পারলেও সে ম্যাচে জর্জ বেইলির অধীনে সহজ জয় পেয়েছিল দলটি। তবে ইনজুরি থেকে ফিরে ৩৩ বছরের এ তারকা চাইবে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে।

২/দল নির্বাচনে মুশকিলে অজিরা: এ ম্যাচে ক্লার্ক ফিরে আসায় ১১ সদস্যে দল গঠনে চিন্তায় পড়েছে ‍অস্ট্রেলিয়ান নির্বাচকরা। স্বাভাবিক ভাবে বেইলির পরিবর্তে দলে ঢুকতে পারেন ক্লার্ক। তবে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুত তিন উইকেট হারানোর পরও ৬৯ বলে ৫৫ রানের এক মুল্যবান ইনিংস খেলেছেন বেইলি।

তাই এ ম্যাচে ব্র্যাড হাডিন, গ্লেন ম্যাক্সওয়েল ‍অথবা শেন ওয়াটসনের মত তারকা ক্রিকেটারদেরও মাঠের বাইরে থাকতে হতে পারে।

৩/ম্যাচের তারকা হতে পারেন সাকিব আল হাসান: কোন সন্দেহ নেই এ যুগের সেরা অলরাউন্ডার তিনি। তাই অজিদের বিপক্ষে আজকের ম্যাচে হুমকি হতে পারেন সাকিব। গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৪ হাজার রান পূরণ করা সাকিব এখন পর্যন্ত ১৪২ ম্যাচে ৪০৪০ রানের পাশাপাশি ১৮৪টি উইকেট নিয়েছেন।

এদিকে গত ম্যাচে মূল্যবান ৬৩ রান করা সাকিব অজিদের বিপক্ষে এখন পর্যন্ত সাত ম্যাচে ১৪৭ রান করেছেন।

৪/ছেড়ে কথা বলবে না বাংলাদেশ: অস্ট্রেলিয়া হতে পারে বর্তমান শীর্ষ ওয়ানডে দল তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। কারণ পূর্ব ইতিহাসে টাইগারা ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে, ২০০৭ বিশ্বকাপে ভারত ও দক্ষিন আফ্রিকা ও ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের মত বড় দেশের বিপক্ষে জয় তুলে নিয়েছিল।

৫/ম্যাচের তারকা:

তামিম ইকবাল: ইতিমধ্যে সাকিবের কথা বলা হলেও দলে আরেক তারকা রয়েছেন তামিম। বাঁহাতি এ ব্যাটসম্যান খেলার প্রথমেই অজি পেসারদের বোলিং অ্যাটাকে আঘাত হানতে পারেন। তামিম তার বিশ্বকাপ অভিষেকে ২০০৭ সালে ভারতে বিপক্ষে বাঘা বাঘা বোলারদের বিপরীতে ৫১ রানের এক ঝড়ো ইনিংস খেলেছিলেন। তামিম এখন পর্যন্ত ১৩৬ ম্যাচ খেলেছেন যেখানে ৪ হাজার রান থেকে তিনি মাত্র ১০ রান দূরে আছেন।

মিচেল স্টার্ক: ৩৪ ম্যাচে অজিদের হয়ে ৬৩ উইকেট পাওয়া স্টার্ক বোলিংয়ে মিচেল জনসনের সঙ্গে শুরুটা দারুণ করতে পারেন। তার বলে রয়েছে অসাধারণ গতি ও বাউন্স। তার দ্বারা ম্যাচের নিয়ন্ত্রণ ‍অজিদের দিকে যেতে পারে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), সাকিব আল হাসান(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আরাফাত সানী।

অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক(অধিনায়ক), জর্জ বেইলি, ডেভিড ওয়ার্নার, ‍অ্যারন ফিঞ্চ, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, জাভিয়ার ডোহার্টি, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও জেমস ফ্লকনার।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।