ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের নিয়ে সতর্ক লঙ্কান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
আফগানদের নিয়ে সতর্ক লঙ্কান অধিনায়ক লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস

ঢাকা: ডানেডিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে ‍মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে কোনো দলকেই খাটো করে দেখার উপায় নেই।

বাংলাদেশ সময় কাল ভোর চারটায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে এবং আফগানিস্তান বাংলাদেশের কাছে হেরেছে। ফেভারিট দল হিসেবে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ জেতার বিকল্প নেই। আফগানদের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ম্যাথিউস বলেন, ‘আমরা আফগানিস্তানকে মোটেই হালকাভাবে নিচ্ছি না। তারা সহজ প্রতিপক্ষ নয়। এই ম্যাচের জন্য গত কয়েকদিন ধরে দলের সবাই কঠোর অনুশীলন করেছে। সবাই নিজের সেরাটা দিতে প্রস্তুত। ’

লঙ্কান অধিনায়ক আরও বলেন, ‘ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে আমরা খুব বাজে ফিল্ডিং করেছি। কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনের ক্যাচ মিস হয়েছে। দু’জনই পরে হাফ সেঞ্চুরি তুলে নেন। ঐ ম্যাচে আমরা মোটেই ধারাবাহিক ছিলাম না। তবে আশা করছি, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারব। ’

বাংলাদেশ সময়: ১১৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।