ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ না হওয়ায় হতাশ মাশরাফি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ম্যাচ না হওয়ায় হতাশ মাশরাফি মাশরাফি বিন মর্তুজা

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মূল্যবান একটি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কিন্তু এতেও খুশি হতে পারছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।



শনিবার (২১ ফেব্রুয়ারি) ব্রিসবেনে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মলনে তার হতাশার কথাও তুলে জানিয়েছেন।

ব্রিসবেনের এ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পুল ‘বি’তে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে সুবিধাজনক অবস্থায় চলে গেছে- এমন প্রশ্নের উত্তরে নড়াইল এক্সপ্রেস হতাশার সুরে বলেন, ‘দেখেন ম্যাচ না হওয়াটা খুবই হতাশার। আমরা এরকম বিখ্যাত মাঠে খেলার খুব একটা সুযোগ পাই না। এটা আমাদের জন্যে ভালো একটা সুযোগ ছিল। তাছাড়া ম্যাচ হলে ফলাফল যাইহোক এখানকার উইকেটে খেলার অভিজ্ঞতা পরের ম্যাচগুলোতে কাজে লাগত। ’

তবে এক পয়েন্ট পাওয়ার সুবিধার কথা মাথায় রেখেও মাশরাফি বলেন, ‘এক পয়েন্ট পাওয়ায় সুবিধা পাওয়া যাবে, কিন্তু তা আমরা মাথায় রাখছি না। আমাদের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মতো দলকে হারাতে হবে। এমনকি আমরা স্কটল্যান্ডকেও হাল্কাভাবে নিচ্ছি না। ’

গ্রুপে টানা দুই ম্যাচ হেরে বিধ্বস্ত অবস্থায় ইংল্যান্ড। কিন্তু তাও মাথায় রাখতে চাইছেন না মাশরাফি। এর ব্যাখায় বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ড চাপে থাকবে কি না তা আমরা বলতে পারি না। আমরা সব দলের সঙ্গে খেলার জন্যে নিজেদের প্রস্তুত করছি। ’

২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে নিজেদের তৃত্বীয় ম্যাচে শ্রলীঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।