ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম রাউন্ডেই ইংলিশদের বিদায় দেখছেন কলিংউড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
প্রথম রাউন্ডেই ইংলিশদের বিদায় দেখছেন কলিংউড ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের এবারের আসরটা মোটেই ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও আরেক স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে আট উইকেটের বড় হার।



দলের এমন পরাজয়ের পর নিজের মুখ আর না খুলে পারলেন না সাবেক ইংলিশ অল-রাউন্ডার পল কলিংউড। তিনি বলেন, ‘দলের এমন অবস্থা দেখে মনে হচ্ছে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ইংলিশরা বাদ পড়বে। ’

কলিংউড একমাত্র ইংলিশ তারকা যার হাত ধরে ইংল্যান্ড ক্রিকেট বিশ্বমঞ্চে প্রথম কোন শিরোপা পেয়েছে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপে তার অধীনেই দলটি শিরোপা জিতে। তবে ওয়েলিংটনে দলের এমন ভয়ঙ্কর হারের পর কোচ পিটার মোরেসের সমালোচনাও করতে ভুলেননি কলিংউড।

আর আগামী সোমবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কলিংউড জানান, সময়টা খুবই খারাপ যাচ্ছে ইংলিশদের। তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আমি এক পক্ষের খেলা দেখেছি। ম্যাচে কিউইরা স্বাগতিকের সুবিধা নিয়েছ। তবে ইংল্যান্ডের খেলা দেখে আমার কাছে বিশ্বকাপের ম্যাচ মনে হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।