ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর

ঢাকা: প্রথমবারের মতো বিশ্বকাপে আসরে খেলতে এসেছে আফগানিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৫ রানের বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ভালোই লড়ছে তারা।

আসগর স্তানিকজাইয়ের অর্ধশতকে (৫০*) সুদৃঢ় অবস্থানে রয়েছে আফগানরা। বিশ্বকাপে আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানের এটি প্রথম হাফ সেঞ্চুরি।

এ প্রতিবেদন লেখা অবধি  আফগানদের সংগ্রহ ২৫.২ ওভারে দুই উইকেটে ১২০ রান।

জাভেদ আহমাদি ও নওরোজ মন্ডল উদ্বোধনী উইকেটে যোগ করেন ৩৪ রান। ব্যক্তিগত ১০ রান করে নওরোজ মন্ডল ফিরে যাওয়ার পর দলীয় ৪০ রানে লাকমালের বলে উইকেট দেন জাভেদ আহমাদি (২৪)।

বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।   

এটি একাদশতম বিশ্বকাপ আসরের দ্বাদশতম ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।