ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা

ঢাকা: শ্রীলংকার বিপক্ষে ৩৫ ওভারে চার উইকেটে ১৫০ রান স্কোরটা মোটেও মন্দ নয়। হাতে ছয় উইকেট, বাকি ৯০টি বল।

এমন সমীকরণে হাত খুলে ব্যাট চালানোরই কথা আফগানদের। কিন্তু হলো তার উল্টো। ব্যাটিং পাওয়ার প্লে-র প্রথম ওভারে মোহাম্মদ নবীর উইকেট হারিয়ে শুরু। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পাওয়ার প্লে-তে আরো একটি উইকেট হারিয়ে পাঁচ ওভারে আফগানরা তুলেছে মাত্র ১০ রান।

এ প্রতিবেদন লেখা অবধি আফগানিস্তানের সংগ্রহ ৪৫ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান।

এর আগে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে ফিল্ডিং করতে নামে শ্রীলংকা। ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের দুই ওপেনার  জাভেদ আহমাদি ও নওরোজ মন্ডল মিলে যোগ করেন ৩৪ রান। ব্যক্তিগত ১০ রান করে নওরোজ মন্ডল ফিরে যাওয়ার পর দলীয় ৪০ রানে লাকমালের বলে উইকেট দেন জাভেদ আহমাদি (২৪)।

ব্যক্তিগত ৫৪ রান করে সাজঘরে ফেরেন আসগর স্তানিকজাই। দলীয় ১২৮ রানে রঙ্গনা হেরাথের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দেন এ হাফসেঞ্চুরিয়ান। আসগরের বিদায়ে আফগানিস্তান দল তাদের তৃতীয় উইকেট হারায়। ৩৮ রান করা সামিউল্লাহ সানওয়ারি পেরেরাকে উইকেট দেন।

৩৬তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসা লাসিথ মালিঙ্গার বলে সরাসরি বোল্ড আউট হয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। দলীয় ১৬৯ রানে ব্যক্তিগত ২১ রান করে আউট  হন তিনি। দুটি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংসটি।
 
বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** মালিঙ্গার বলে বোল্ড নবী
** আসগর আউট, নবী ইন
** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।