ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লংকানদের চোখ রাঙাচ্ছে আফগানরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
লংকানদের চোখ রাঙাচ্ছে আফগানরা ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের দেয়া ২৩৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে শ্রীলংকা। দুই রান তুলতেই দুই উইকেট হার‍ানোর পর এবার ব্যাটিং ভরসা কুমার সাঙ্গাকারার উইকেটও খোয়ালও তারা।

সাঙ্গাকারাকে ‍(৭) ফিরিয়েছেন হামিদ হাসান।

এ প্রতিবেদন লেখা অবধি শ্রীলংকার সংগ্রহ ছয় ওভারে তিন উইকেটে ২৩ রান।

আফগানিস্তানের পেসার দৌলত জাদরানের প্রথম বলেই এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফিরেছেন লাহিরু থিরিমান্নে (০)। এরপর শাপুর জাদরানের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরেছেন তিলকারত্নে দিলশান।
 
বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে রোববার খেলতে নামে শ্রীলংকা ও আফগানিস্তান। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ২৩২ রানে অলআউট হয় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন আসগর স্তানিকজাই।

অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাসিথ মালিঙ্গা তিনটি করে উইকেট নিয়েছেন।

এর আগে উভয় দলই হার দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হার মানে। অন্যদিকে, বাংলাদেশের কাছে ১০৫ রানে পরাজয় বরণ করে আফগানিস্তান।
 
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** শুরুতেই হোঁচট খেল শ্রীলংকা
** শ্রীলংকার টার্গেট ২৩৩
** পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা
** মালিঙ্গার বলে বোল্ড নবী
** আসগর আউট, নবী ইন
** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।