ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঘুরে দাঁড়াও নয়তো ফ্লাইট ধরো: ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ঘুরে দাঁড়াও নয়তো ফ্লাইট ধরো: ওয়াসিম ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বমঞ্চের আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান হেরেছে ভারতের বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

কোনঠাসা পাকিস্তান দলের উপর তাই বেজায় চটেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরাম।

ভারতের বিপক্ষে ৭৬ রানে হেরে বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও বড় লজ্জা পায় দলটি। ব্যাটিংয়ে নেমে মাত্র এক রানেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। ম্যাচও হারে ১৫০ রানের বিশাল ব্যবধানে।

এবারে পাকিস্তান ১ মার্চ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। ওয়াসিম আকরাম এ ম্যাচটিকে পাকিস্তানের জন্য দেখছেন মরণপন লড়াইয়ের মঞ্চ হিসেবে। তিনি বলেন, আমি আশা করছি জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান জয় পাবে। যদি জিততে না পারে তাহলে আমি বলব তাদের দেশের ফ্লাইট ধরা উচিৎ।

তিনি আরও বলেন, পাকিস্তানের ক্রিকেটারদের মাথায় রাখা উচিৎ অনেক সমর্থক তাদের খেলা দেখতে মাঠে আসে। দেশে বসে অনেক মানুষ তাদের খেলা দেখে।

পাকিস্তানের দলপতি মিসবাহ উল হককেও ছেড়ে কথা বলেননি ওয়াসিম। তিনি বলেন, আমি কয়েক মাস থেকে দেখছি মিসবাহ চারজন বোলার নিয়ে মাঠে নামে। একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়েও সে কেনো রান তাড়া করতে ব্যর্থ হচ্ছে।

ওয়াসিম আরও যোগ করেন, ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানের প্রয়োজন ক্যারিবীয়দের থেকে অনুপ্রেরণা নেয়া আর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো। নয়তো তাদের দেশে ফিরে যাওয়া উচিৎ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।