ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের জার্সি বিতর্কের ইতি টানলেন ফেদেরার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ভারতের জার্সি বিতর্কের ইতি টানলেন ফেদেরার রজার ফেদেরার

ঢাকা: গত মাসে ভারতের জার্সি হাতে টুইটারে ছবি পোস্ট করেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। এরপর থেকেই পাকিস্তান সমর্থকদের বিরাগভাজন হন এই সুইস তারকা।

তখন থেকেই চাউর হয়েছিল তিনি এবারের বিশ্বকাপে ভারত সমর্থক।

তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জার্সি নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন রেকর্ড ১৭বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার।

দুবাইয়ে অনুষ্ঠেয় টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ফেদেরার ভারতের ক্রিকেট জার্সি নেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘ভারতের জার্সিটি আমি উপহার হিসেবে পেয়েছি। তার মানে এই নয় যে আমি বিশ্বকাপে ভারতকে সমর্থন করব। তাছাড়া সবাই জানে অামি দক্ষিণ আফ্রিকার সমর্থক। পাকিস্তানি সমর্থকদের বিচলিত করার কোনো ইচ্ছেই আমার মধ্যে ছিল না। ’

জনপ্রিয় এই টেনিস তারকা আরও বলেন, ‘গত বছরের ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগ উপলক্ষে ভারতে গিয়েছিলাম। তখন ‘নাইকি’র একটি বিজ্ঞাপনী কাজের বদৌলতে কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েছিল। তাদের কাছ থেকেই আমি এই জার্সিটি উপহার হিসেবে পেয়েছিলাম। ’

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।