ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেক আর গাজীর ব্যাটে বরিশালের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
মোসাদ্দেক আর গাজীর ব্যাটে বরিশালের রানের পাহাড় মোসাদ্দেক হোসেন মিরাজ

ঢাকা: সোমবার জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে। বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৪১৭ রান করেছে বরিশাল।



মোসাদ্দেক হোসেন মিরাজের অপরাজিত ১৫০ রানে ভর করে এ রান করে বরিশাল। ১৬৬ বলে ২০টি চার ও দুটি ছক্কার সাহায্যে দেড়শো রানের ইনিংস খেলেন এ তরুণ ক্রিকেটার। মোসাদ্দেক ১৫০ ও সালমান হোসেন ২৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

ওভার প্রতি ৪.৬৩ হারে রান তুলেছে বরিশাল বিভাগ।

সকালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক কামরুল ইসলাম। ৪৪ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। শাহরিয়ার নাফিস ১০ ও সাইফ হাসান ২২ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ফজলে রাব্বিও উইকেটে বেশিক্ষন স্থায়ী হতে পারেননি। দলীয় ৯৫ রানে ফয়সাল হোসেনের বলে এলবিডব্লুউ হন রাব্বি (৩৬)।

এরপর উইকেটে আসেন মোসাদ্দেক হোসেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামা সজিবের সঙ্গী হন তিনি। দলীয় ১৩৬ রানে সজিব (৪৫) আউট হলে ভাঙে ৪১ রানের জুটিটি। চতুর্থ উইকেট পতনের পর মোসাদ্দেকের সঙ্গী হন আল-আমিন।

দলীয় ১৯১ রানে নূর হোসেনের বলে আল আমিন (২৫) বিদায় নিলে পঞ্চম উইকেট হারায় বরিশাল।

সেখান থেকে দলকে টেনে তোলেন মোসাদ্দেক ও সোহাগ গাজী। ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ১৩৮ রান। মাত্র ২২ ওভার ব্যাটিং করে এ রান তোলেন তারা।

দলীয় ৩২৯ রানে ফয়সাল হোসেনের বলে স্টাম্পড আউট হয়ে সাজঘরে ফেরেন গাজী।   মাত্র ৬ রানের জন্য শতকবঞ্চিত হন তিনি। আউট হওয়ার আগে মাত্র ৭৬ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৯৪ রান করেন এ ডানহাতি ব্যাটসম্যান।

দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আর কোনো উইকেট হারাতে হয়নি বরিশালকে। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু করেবেন মোসাদ্দেক-সালমান জুটি। ৮৮ রানে অবিচ্ছিন্ন রয়েছে বরিশালের সপ্তম উইকেট জুটি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।