ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকার হাল ধরেছেন শুভাগত হোম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
ঢাকার হাল ধরেছেন শুভাগত হোম

ঢাকা: সোমবার জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা মাঠে গড়িয়েছে। খুলনা বিভাগের বিপক্ষে শুভাগত হোমের অপরাজিত ৮৪ রানে ভর করে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৪ রান তুলেছে ঢাকা।



ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে সকালে টস ‍জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা বিভাগ। শুরুতেই হোঁচট খায় তারা। দলীয় ১১ রানে রনি তালুকদারের (৫) উইকেট হারায় ঢাকা। এরপর ২০ রানের মাথায় সাজঘরে ফেরেন নাসিরউদ্দিন (১)। মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে বিপর্যয় সামাল দেন রকিবুল হাসান ও শুভাগত হোম। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৯২ রান। দলীয় ১১২ রানে মোস্তাফিজুর রহমানের তৃতীয় শিকার হন রকিবুল। আউট হওয়ার আগে ৪৪ রান করেন এ ব্যাটসম্যান।

একপ্রান্ত আগলে রাখা ওপেনার আব্দুল মজিদ দলীয় ১৪৩ রানে ফিরে যান সাজঘরে। ১৯৭ বলে ১৩টি চারের সাহায্যে ৬৫ রানের একটি ইনিংস খেলেন মজিদ।

এরপর নাদিফ চৌধুরীকে নিয়ে জুটি বাঁধেন শুভাগত। এ জুটি ভাঙে দলীয় ২১৩ রানের মাথায়। ২৪ রান করে জিয়াউর রহমানের বলে আউট হন তিনি।

দলীয় ইনিংসে আর ৭ রান যোগ হতেই ২২০ রানের মাথায় জিয়ার দ্বিতীয় শিকার হন মোহাম্মদ শরিফ (৪)।

মোশাররফ হোসেন ৭ ও শুভাগত হোম ৮৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

মোস্তাফিজুর রহমান তিনটি, জিয়াউর রহমান দুটি ও মেহেদি হাসান নিয়েছেন একটি উইকেট।

বোলারদের দাপটে প্রথম দিন সিলেটেরঃ

ঢাকা: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে দাপট দেখিয়েছে সিলেট বিভাগের বোলাররা। প্রথমদিন ঢাকা মেট্টোর আট উইকেট ‍তুলে নিয়েছে তারা। দিন শেষে ঢাকা মেট্টোর সংগ্রহ ৮ উইকেটে ২২৯ রান।

সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মেট্টো। ৫৯ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে তারা। চতুর্থ উইকেট জুটিতে মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন (জুনি:) দলের হাল ধরেন। এ জুটিতে তারা যোগ করেন ১২৩ রান।

দলীয় ১৮৪ রানে ৬৭ রান করা মার্শাল আইয়ুব ফিরে গেলে চতুর্থ উইকেট হারায় ঢাকা মেট্টো। আবু জায়েদের বলে এলবিডব্লিউ হন তিনি। অর্ধশতকের (৫৪) পর মেহরাব হোসেনও বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খোয়ায় তারা। ২২০ রান তুলতেই আট ব্যাটসম্যানকে ফিরতে হয় সাজঘরে।

ইলিয়াস সানি ৯ ও মোহাম্মদ শহিদ ৪ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

আবু জায়েদ ও আহমেদ সাদিকুর ৩টি করে উইকেট নিয়েছেন। আবুল হাসান ও নাবিল সামাদ নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।