ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইলের শতক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
গেইলের শতক

‘দিনটা আজকে গেইলেরই’ খেলার শুরুতে এমনটাই বলছিলেন এক ধারা ভাষ্যকার। তিনি এও বলছিলেন গেইল আজকে দুইশ করবে।

তার সেই ধারণা কতটুকু সত্য হবে তা না চিন্তা করলেও জানিয়ে দিতে পারি ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি করেছে গেইল।

মঙ্গলবার মানুকা ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের ১৫তম ম্যাচে এ সেঞ্চুরি করেন তিনি। সমান সংখ্যক ৪ এবং ৬ (৫টি করে) এ ১০৫ বল খেলে শতরান পূর্ণ করেন গেইল।

২০১৩ সালের পরে এটাই তার প্রথম শতক। ওই বছরের ২৮ জুন কিংস্টোনে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন।

একদিনের আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি। এর পরেই রয়েছেন ব্রায়ান লারা (১৯টি)।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

** ৯ হাজারি ক্লাবে গেইল
** অর্ধশতকে ফর্মে ফেরার ইঙ্গিত গেইলের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।