ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোট নিয়ে হাসপাতালে মুশফিক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
চোট নিয়ে হাসপাতালে মুশফিক মুশফিকুর রহিম

মেলবোর্নে অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়ায় বাংলাদেশ দলের ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে এক্সরে করানোর জন্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।



মুশফিকুর রহিমের ইনজুরির খবর পাওয়ার পর রাবিদ ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অনুশীলনের সময় ব্যথা পাওয়ায় এক্সরের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখা যাক কি  হয়।

শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে তৃতীয় ম্যাচে ২৬ ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা।   প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ  সেরা হয়েছিলন মুশফিকুর রহিম।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।