ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ড ছবি: সংগৃহীত

১৬ বছর আগে ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়।

২০১৫ বিশ্বকাপে ওই রেকর্ড ভেঙে নতুনভাবে ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিস গেইল-স্যামুয়েলস জুটি।

বিশ্বকাপ এবং একদিনে আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসের সর্বোচ্চ ৩৭১ রানের জুটি করেন।

‘বি’গ্রুপের ১৫তম ম্যাচে ক্যারিবীয় ঝড় বয়ে গেছে জিম্বাবুয়ের ওপর দিয়ে। গেইলের ঝড়ো ডাবল সেঞ্চুরি এবং স্যামুয়েলসের অপরাজিত শতকে ৩৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় ডেভ হোয়াটমোরের শীর্ষদের প্রতি।

গেইল ১৪৭ বল মোকাবেলা করে ২১৫ রান সংগ্রহ করেন। আর তার ইনিংসটি সাজিয়েছেন ১০ চার এবং ১৬টি ছয়ের সাহায্যে।

এখন দেখার বিষয় আর কি কি রেকর্ড নিয়ে অপেক্ষা করছে ১১তম বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।