ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরলেন আল আমিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
দেশে ফিরলেন আল আমিন আল আমিন হোসেন

ঢাকা: বিশ্বকাপ মিশনের যাত্রাপথেই দেশে ফিরে এলেন জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।

শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগ মাথায় নিয়েই মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।

অবশ্য উপস্থিত সংবাদকর্মীদের এড়িয়ে নীরবেই বিমানবন্দর ত্যাগ করেছেন আল আমিন।

বিসিবির একটি সূত্র জানিয়েছেন, আল আমিনকে মঙ্গলবারই তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগ ওঠায় আল আমিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বিশ্বকাপ শেষ হওয়ার পরই এই কমিটি কাজ শুরু করবে বলে জানা গেছে।

রাত ১০টার পর টিমের হোটেলের বাইরে থাকার কারণে আল আমিন হোসেনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয় বলে জানায় টিম ম্যানেজম্যান্ট।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।