ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাইমানের ব্যাটে এগুচ্ছে আমিরাত

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
শাইমানের ব্যাটে এগুচ্ছে আমিরাত

ঢাকা: ৩৬ ওভার শেষে আমিরাতের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১৩৭ রান। ব্যাটিং ক্রিজে ৩৩ রানে অপরাজিত আছেন শাইমান আনোয়ার।



ব্রিসবেনের গ্যাবায় গ্রুপ ‘বি’এর ম্যাচে আইসিসির দুই সহযোগী দেশ আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হয়েছে। টস জিতে আয়ারল্যান্ড দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

আমিরাতের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন আমজাদ আলী ও আন্দ্রে বেরেঙ্গার। ১২তম ওভারে স্টারলিংয়ের বলে পোর্টারফিল্ডের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন বেরেঙ্গার।

দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারানো আমিরাতের দ্বিতীয় উইকেটের পতন হয় দলীয় ৫৩ রানের মাথায়। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে আমিরাতের ক্রিশনা চন্দ্র শূন্য রানেই সাজঘরে ফেরেন। স্টারলিংয়ের দ্বিতীয় শিকারে ক্যাচ নিতে সাহায্য করেন কেভিন ও’ব্রাইন।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার আমজাদ আলী। ব্যক্তিগত ৪৫ রান করে সরেনসেনের হাতে ধরা পড়েন তিনি। আমজাদ আলী কেভিন ও’ব্রাইনের বলে আউট হওয়ার আগে ৭১ বল খেলে ৫টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান।

দলীয় ৭৮ রানের মাথায় কেভিন ও’ব্রাইনের দ্বিতীয় শিকার হন স্বপ্নীল পাতিল। ৮ বলে মাত্র ২ রান করে স্টারলিংয়ের তালুবন্দি হন পাতিল।

ব্যক্তিগত ৩৬ রানে জর্জ ডকরেলের বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেন খুররম খান। আউট হওয়ার আগে শাইমান আনোয়ারের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন খুররম। দলীয় ১২৫ রানের মাথায় আমিরাতের পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর দ্রুত আউট হয়ে যান রোহান মোস্তফা (২ রান)।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই ক্যারিবীয়দের হারিয়ে দিয়ে তাদের মিশন শুরু করেছে আইরিশরা। অন্যদিকে আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করে হেরেছে।

প্রথমবারের মতো নিজেদের মধ্যে মুখোমুখি হচ্ছে আইসিসির এ দুই সহযোগী সদস্য দেশ।

এর আগে ৯১ টি ওয়ানডে ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। যার মধ্যে জয় পেয়েছে ৪২টি ম্যাচে। অপরদিকে আরব আমিরাতের ওয়ানডেতে খেলা ম্যাচ সংখ্যা ১৯টি। জয় পেয়েছে ৫টি ম্যাচে।

অায়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু বালবিরনি, আলেক্স কুস্যাক, জর্জ ডকরেল, এড জয়সি, জন মুনি, কেভিন ও'ব্রাইন, পল স্টারলিং, গেরি উইলসন, নেইল ও’ব্রাইন ও ম্যাক্স সরেনসেন।

আরব আমিরাত দল: মোহাম্মদ তৌকির(অধিনায়ক), খুররাম খান, স্বপ্নীল পাতিল, আমজাদ জাভেদ, শামীম আনোয়ার, আমজাদ আলী, রোহান মুস্তফা, মানজুলা গৌরজ, আন্দ্রে বেরেঙ্গার, মুহাম্মদ নাভেদ, ও ক্রিশনা চন্দ্র।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

** শামিম-খুররমের জুটি গড়ার চেষ্টা
** চার উইকেট হারিয়ে শক্ত অবস্থানে দাঁড়ানোর চেষ্টা আমিরাতের
** দ্রুতই ক্রিশনাকে ফেরালেন স্টারলিং
** প্রথম উইকেটের পতন আমিরাতের
** টস হেরে ব্যাটিংয়ে নেমেছে আরব আমিরাত
** টস জিতে ফিল্ডিং নিয়েছে আইরিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।