ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শাইমানের মঞ্চে নায়ক হলেন উইলসন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
শাইমানের মঞ্চে নায়ক হলেন উইলসন

ঢাকা: মঞ্চটা প্রস্তুত ছিল সংযুক্ত আমিরাতের ব্যাটসম্যান শাইমান আনোয়ারের জন্য। কিন্তু ৮৩ বলে ১০৬ রানের ইনিংস খেলেও তার কপালে জুটলো না ম্যাচ সেরার পুরস্কার।

শাইমানের তৈরি করা মঞ্চে আলো ছড়ালেন আয়ারল্যান্ডের গ্যারি উইলসন।

উইলসনের ৬৯ বলে ৮০ রানের ইনিংসের কল্যাণেই দুই উইকেটে  শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। উইলসন এ ইনিংস খেলার পথে নয়টি চার মেরেছেন।

উইলসন তার ক্যারিয়ারের ৫৩ ম্যাচে করেছেন ১১৩০ রান। সর্বোচ্চ স্কোর ১১৩। ভারতের বিপক্ষে বেলফার্স্টে ২০০৭ সালে অভিষেক হয় এ বাহতি ব্যাটসম্যানের।

বাংলাদেশ সময়:১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।