ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে দুই স্কটিশ ওপেনার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
ব্যাটিংয়ে দুই স্কটিশ ওপেনার

ঢাকা: টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। স্কটল্যান্ডের হয়ে ইনিংস শুরু করতে নেমেছে দুই ওপেনার কোয়েটজার ও ম্যাকলউড।

আর পেসার শাপুর জারদানের হাতে বল তুলে দিয়েছেন আফগান অধিনায়ক আফসার জাজাই।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৪টায় ডানেডিনে ম্যাচটি শুরু হয়।

দল দু’টি নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। ফলে বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে না চাইলে এ ম্যাচ থেকে জয় তুলে নিতে মরিয়া উভয় দল।

ইনজুরির কারণে মিডিয়াম পেসার মিরওয়াস আশরাফকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আফগানদের। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ভালোই জবাব দেয় দলটি। রানে ফিরেছেন আফগান টপ অর্ডাররা। আর দু’ম্যাচেই আফগান বোলাররা সবার নজর কেড়েছেন।

অন্যদিকে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করলেও ইংল্যান্ডের বিপক্ষে অনেকটাই ম্লান ছিল স্কটল্যান্ড। প্রথম দুই ম্যাচেই ব্যর্থ ছিল স্কটিশ টপ অর্ডার। এখন পর্যন্ত রানের দেখা পাননি ওপেনার ম্যাকলউড। ইংলিশদের বিপক্ষে প্রথমদিকে বোলিং ভালো না হলেও, শেষ ১৫ ওভারের বোলিং আশাবাদী করে স্কটিশ টিম ম্যানেজম্যান্টকে।

আফগানিস্তান একাদশ: আফসার জাজাই, জাভেদ আহমেদি, নওরোজ মঙ্গল, আসগর স্ত্যানিকযায়, সামিউল্লাহ শেনওয়ারি, গুলবাদিন নবী, নাজিবুল্লাহ জাদরান, দৌলত জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান ও মোহাম্মদ নবী।

স্কটল্যান্ড একাদশ: ক্যালম ম্যাকলউড, কোয়েটজার, এইচজেডব্লিউ গার্ডিনার, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন, রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, জোস ডেভি, আরএম হক, অ্যালসডায়ার ইভান ও ইয়ান ওয়ার্ডল।

** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।