ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রিয় প্রতিপক্ষের সঙ্গে ৪০০তম ম্যাচে সাঙ্গাকারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
প্রিয় প্রতিপক্ষের সঙ্গে ৪০০তম ম্যাচে সাঙ্গাকারা

ঢাকা: বাংলাদেশের সঙ্গে কুমার সাঙ্গাকারা তার ৪০০তম ওডিআই ম্যাচ খেলতে নেমেছেন। টাইগারদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি এই লংকান লিজেন্টেরই।



বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এ খেলা শুরু হয়। ব্যাটিং ওর্ডারের তিন নম্বরে আছেন সাঙ্গাকারা।

বাংলাদেশের বিপক্ষে ৪৪ দশমিক ৪ গড়ে রান তুলেছেন এই লংকান ব্যাটসম্যান। এরমধ্যে হাফ সেঞ্চুরির ওপরে ইনিংস রয়েছে ১০টি।

গত বছর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাহারা কাপ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিসহ ১২৮ রান সংগ্রহ করেন সাঙ্গা। এর ফলে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন তিনি। সেটি তার ক্যারিয়ারের ১৭তম ও বাংলাদেশের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি ছিল।

বাংলাদেশের বিপক্ষে মোট ২৯ ম্যাচে ১০৯৯ রান করে সাঙ্গাকারা টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন। তাই তো বলাই যায় প্রিয় প্রতিপক্ষের সঙ্গে ৪০০তম ম্যাচে মাঠে সাঙ্গাকারা।

এছাড়া টাইগারদের সঙ্গে ৩টি সেঞ্চুরি আরেক লংকান উপল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশানের।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।