ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনী, রাহানেকে ছাড়িয়ে ধাওয়ান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
ধোনী, রাহানেকে ছাড়িয়ে ধাওয়ান ছবি : সংগৃহীত

ঢাকা: এগারোতম বিশ্বকাপের এখন পর্যন্ত ২৩টি ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচ বিরতির আগে পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সব থেকে বেশি আলোচনা হয়েছে ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে নিয়ে।



ধাওয়ানের পর এ তালিকায় রয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনী। তবে, অজিঙ্কা রাহানেকে নিয়েও বিশ্বব্যাপী ক্রিকেট পাগলদের উদ্দীপনার কমতি ছিল না।

চলতি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ধাওয়ান পাকিস্তানের বিপক্ষে ৭৬ বলে ৭টি চার আর একটি ছয়ের সাহায্যে ৭৩ রানের ইনিংস খেলে রান আউট হন। পরের ম্যাচে গ্রুপের আরেক ফেভারিট দ. আফ্রিকার বিপক্ষে করেন ১৩৭ রান। প্রোটিয়াদের বিপক্ষে এ ম্যাচে ধাওয়ান ১৪৬ বল মোকাবেলা করে ১৬টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকান।

আর নিজের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ বলে ১৪ রান।

৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এ ম্যাচেও ওপেনিংয়ে দেখা যেতে পারে দিল্লীর বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে। এখন পর্যন্ত ৫৬ ওয়ানডে ম্যাচ খেলা ধাওয়ান ৭টি শতক আর ১২টি অর্ধশতক নিয়ে করেছেন ২৩১৯ রান।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।