ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলতি আসরে ব্যাটে-বলে সেরা যারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
চলতি আসরে ব্যাটে-বলে সেরা যারা

ঢাকা: ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে দু’গ্রুপ মিলিয়ে ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাঠে গড়ানো এসব ম্যাচে ইতোমধ্যে পুরনো অনেক রেকর্ড ভেঙে ব্যাটসম্যান ও বোলাররা গড়েছেন নতুন কীর্তি।

ব্যাটে-বলের লড়াইয়ে জমজমাট কোনো কোনো ম্যাচ ছাড়িয়ে গেছে পূর্বের নাটকীয়তার উত্তাপ।

বি-গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল হাঁকিয়েছেন বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি। মারকুটে গেইলের অতিমানবীয় ওই ইনিংসটি গড়েছে দ্রুততম দ্বিশতকের নতুন রেকর্ড।

বিশ্বকাপের চলতি আসরে বেশিরভাগ ম্যাচই হয়েছে হাইস্কোরিং, বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন ব্যাটসম্যানরা। কিন্তু এর মাঝেও কোনো কোনো বোলার বাউন্সি উইকেটের সহায়তা নিয়ে, সুইংয়ের বৈচিত্র্যে ত্রাস ছড়িয়েছেন ব্যাটসম্যানদের মনে।

গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের গতিদানব টিম সাউদি একাই ৭ উইকেট দখল করে গুড়িয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে।

বিশ্বকাপের প্রথম ২৩টি ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের সেরাদের তালিকা তুলে দেওয়া হলো বাংলানিউজের পাঠকদের জন্য।

 
সর্বোচ্চ রান:
১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ৪ ম্যাচে ২৫৮ রান
২. এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা): ৩ ম্যাচে ২১৭ রান
৩. শিখর ধাওয়ান (ভারত): ৩ ম্যাচে ২১০ রান
৪. মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ): ৪ ম্যাচে ১৯২ রান
৫. তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা): ৪ ম্যাচে ১৮৫

সর্বোচ্চ উইকেট:
১. টিম সাউদি (নিউজিল্যান্ড): ৪ ম্যাচে ১১ উইকেট
২. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা): ৩ ম্যাচে ৯ উইকেট
৩. জেরোমি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ): ৪ ম্যাচে ৯ উইকেট
৪. জশ ডেভি (স্কটল্যান্ড): ৩ ম্যাচে ৯ উইকেট
৫. স্টিভেন ফিন (ইংল্যান্ড): ৪ ম্যাচে ৮ উইকেট।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।