ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গুগলে এগিয়ে পাকিস্তান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
গুগলে এগিয়ে পাকিস্তান সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি এবং সার্চ ইঞ্জিনের জনপ্রিয় মাধ্যম গুগল জানিয়েছে, চলতি বিশ্বকাপে পাকিস্তান দলটিকেই ক্রিকেট ভক্তরা বেশি খুঁজে বেড়াচ্ছে।

এক জরিপের মাধ্যমে প্রাপ্ত ফল থেকে গুগল এ বিষয়টি নিশ্চিত করে।



বিশ্বমঞ্চে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুটি ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেয় পাকিস্তান। তবে, গুগলে দলটি আর দলটির সদস্যদের খোঁজ এতটুকুও কমে যায়নি বলে জানায় গুগল কোম্পানি।

পাকিস্তানের পরপরই গুগলে খোঁজা হচ্ছে যথাক্রমে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে। প্রাপ্ত ফলাফলে আরও দেখা যায় ক্রিকেট প্রেমীরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান দলটির খোঁজ রাখছেন বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের থেকেও বেশি।

গুগল কোম্পানি আরও জানায়, শুধুমাত্র চলতি বিশ্বকাপের দলের খোঁজই করছে না ক্রিকেট পাগলরা। তারা দলের বিশেষ ক্রিকেটারদের নিয়েও তথ্য নিচ্ছে। যেমন, পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের বিষয়ে কিংবা ক্যারিবীয় বোলার জেরম টেইলরের উচ্চতা নিয়েও সমর্থকদের মাতামাতি করতে দেখা যাচ্ছে। এছাড়া ভারতীয় সহ-অধিনায়ক বিরাট কোহলির চুলের স্টাইল নিয়েও মানুষের অনুসন্ধানের কোনো কমতি নেই বলে জানায় গুগল।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।