ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ সেরা শেহজাদ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ম্যাচ সেরা শেহজাদ

ঢাকা: অবশেষে ব্যাটিংয়ের ঘোর থেকে বেরিয়ে এলো ৯২’র চ্যাম্পিয়ন পাকিস্তান। আহমেদ শেহজাদের ব্যাটিং নৈপুণ্যে নিজেদের চতুর্থ ম্যাচে এসে তিনশ রান পার করল মিসবাহ-অাফ্রিদিরা।



দ্বিতীয় উইকেট জুটিতে হারিস সোহেলের সঙ্গে ১৬০ রানের জুটি গড়েন শেহজাদ। এটি পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেট জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান। আর এই বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

দলীয় ১৭৬ রানের মাথায় সেঞ্চুরি থেকে সাত রান দুরে থাকতে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন শেহজাদ। ৯৩ রানের (১০৫ বল) ইনিংসে ৮টি চার ‍ও ১টি ছয় হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান।

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬১টি ওয়ানডে ম্যাচে ৩৩.৮৮ গড়ে ২,০৩৩ রান করেছেন শেহজাদ। ওডিআই ক্যারিয়ারে ১০টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ৬টি শতক হাঁকান ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

২০০৯ সালের ২৪ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেহজাদের ওয়ানডে অভিষেক ঘটে। অভিষেক ম্যাচেও চার রান করে রান আউট হয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘন্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।