ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেন্ডুলকারের ভাবনায় ২৫ দলের বিশ্বকাপ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
টেন্ডুলকারের ভাবনায় ২৫ দলের বিশ্বকাপ শচীন টেন্ডুলকার

ঢাকা: সহযোগী সদস্যদের বাদ দিয়ে ২০১৯ বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহণের সিদ্ধান্তে আইসিসির কঠোর সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। তার মতে, এর মধ্য দিয়ে সহযোগী দলগুলোকে অবমূল্যায়ন করা হচ্ছে।



ইতোমধ্যেই আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপের দূত নির্বাচিত হয়েছেন টেন্ডুলকার। সিডনিতে আজ (বুধবার) একটি ডিনার অনুষ্ঠানে তিনি বলেন, ‘পরের বিশ্বকাপে দল কমানোর সিদ্ধান্তটি হবে সম্পূর্ণ অনুচিত। বরং, ২০১৯ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ২৫ এ উন্নীত করা উচিৎ। ’

এছাড়া আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে পূর্ণ সদস্যভুক্ত দেশের ‘এ’ দলের ওয়ানডে ম্যাচ খেলা উচিৎ বলে জানান টেন্ডুলকার। তার মতে, নিয়মিতভাবে বড় টিমগুলোর ‘এ’ দলের বিপক্ষে খেলতে পারলে সহযোগী দলগুলোও ভালো করবে।

আন্তর্জাতিক ক্রিকেটে একশ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার বলেন, ‘চলমান বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্য দলগুলো ভালো করছে। বিশেষ করে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আয়ারল্যান্ড যেভাবে হারালো তা চোখে পড়ার মতো। ২০১১ বিশ্বকাপের পর আইরিশরা পূর্ণ সদস্যভুক্ত দেশের বিপক্ষে মাত্র ১১টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। যা খুবই দুঃখজনক। ’

আইসিসি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশাপ্রকাশ করেছেন টেন্ডুলকার। তিনি জানান, সহযোগী দলগুলো এমনিতেই বঞ্চিত। তার ওপর তাদেরকে বিশ্বকাপে সুযোগ না দেওয়াটা হবে অন্যায্য। ’

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘন্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।