ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় জুটি গড়ার চেষ্টায় তামিম-রিয়াদ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বড় জুটি গড়ার চেষ্টায় তামিম-রিয়াদ

ঢাকা: ধীরে ধীরে উইকেটে সেট হতে চেষ্টা করছেন তামিম ইকবাল এবং মাহামুদুল্লাহ রিয়াদ। ৪২ রানে তামিম এবং ৩৭ রানে রিয়াদ ব্যাটিং ক্রিজে রয়েছেন।



দলীয় ৫ রানে প্রথম উইকেটের পতন ঘটলে বেশ দেখেশুনে ব্যাট চালানো শুরু করেন আরেক ওপেনার তামিম ইকবাল এবং তিন নম্বরে নামা মাহামুদুল্লাহ রিয়াদ। এ দু’জন মিলে ৮০ রানের জুটি গড়েছেন।

১৩ ওভার শেষে টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৮৫ রান।

স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৯ রানের টার্গেটে ব্যাট করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারে জোস ড্যাভের বলে উইকেটের পিছনে ক্রুসের গ্লাভসবন্দি হয়ে ফেরেন সৌম্য (২ রান)।

পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬২ রান।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কটল্যান্ড ৮ উইকেট হারিয়ে তোলে ৩১৮ রান। স্কটিশদের হয়ে ১৫৬ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন ওপেনার কোয়েটজার।

বাংলাদেশের বোলিং ব্যর্থতার মাঝেও তাসকিন আহমেদ নেন তিনটি উইকেট। এছাড়া নাসির হোসেন পান দুটি উইকেট। সাকিব আল হাসান, মাশরাফি ও সাব্বির পান একটি করে উইকেট।

কোয়েটজার আউট হওয়ার আগে ১৩৪ বলে ১৭টি চার আর চারটি ছয়ে করেন ১৫৬ রান। এর আগে রুবেল হোসেনের বলে ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করেন কোয়েটজার। আর এটিই স্কটল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি।

বিশ্বকাপের আসরে ১৬ বছর বছর পর নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভালে টাইগাররা আবার মুখোমুখি হয়েছে স্কটল্যান্ডের। ১৯৯৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষেই এসেছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।

২০০৬ সালে অবশ্য দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশ-স্কটল্যান্ড দু’বার মুখোমুখি হয়। দুটি ম্যাচেই সহজ জয় পায় টাইগাররা। ওই সিরিজে খেলা মাশরাফি, সাকিব ও মুশফিক রয়েছেন এবারের বাংলাদেশ শিবিরে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৫

** সতর্ক থেকেই ব্যাট চালাচ্ছেন তামিম-রিয়াদ
** শুরুতেই সাজঘরে সৌম্য
** ৩১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে টাইগাররা
** জয়ের জন্য টাইগারদের চাই ৩১৯ রান
** তিনশো রানের কোটা পেরুলো স্কটিশরা
** কোয়েটজারের শতক, ফিরলেন মমসেন
** বেড়েই চলেছে টাইগারদের অপেক্ষা
** উইকেটের অপেক্ষায় টাইগাররা
** জুটি ভাঙলেন সাব্বির
** দলীয় শতক পেরুলো স্কটল্যান্ড
** ধাক্কা সামলে ওঠার চেষ্টায় স্কটিশরা
** ম্যাশ, তাসকিনে নিয়ন্ত্রণে স্কটিশরা
** শুরুতেই মাশরাফির আঘাত
** স্কটিশ বধে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** টস জিতে ফিল্ডিং নিয়েছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।