ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্কটিশদের বিপক্ষে জয়কেই সেরা মানছেন মাশরাফি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
স্কটিশদের বিপক্ষে জয়কেই সেরা মানছেন মাশরাফি সংগৃহীত

ঢাকা: নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে বাংলাদেশের চোখ এখন কোয়ার্টার ফাইনালে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল বিভিন্ন প্রশ্নের জবাবে আজকের ম্যাচের বিভিন্ন দিক তুলে ধরেন।



ব্যাটিংয়ে নামার আগে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে তামিম বলেন, ‘আমরা ব্যাটিংয়ে নামার অাগে টিম মিটিং করেছি। কোচ আমাদের বলেছিলেন সাবলীল ব্যাটিং করতে। বড় লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে কোনো আক্রমনাত্মক কৌশল আমাদের ছিল না। টস জিতে প্রথমে যেভাবে ব্যাট করতে হয় ঠিক সেভাবেই করেছি। কোনো ধরণের বাড়তি চাপ আমাদের মাঝে ছিল না। ’

নেলসনে না হয়ে যদি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হতো তাহলে স্কটিশরা কোনোভাবেই তিনশ রান করতে পারত না। এক প্রশ্নের জবাবে এমনটিও বলেছিলেন তামিম।

পরে দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমরা পেরেছি। উইকেটটি ব্যাটিং সহায়ক ছিল। স্পিন বোলিংয়ে নাসির ও সাকিব ভালো করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আমারা দারুণভাবে ফিরে এসেছি। ’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাড়তি স্পিনার নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমরা আগে অ্যাডিলেডের উইকেটটি দেখতে চাই। তার পরেই সিদ্ধান্ত হবে তাইজুল ইসলাম বা আরাফাত সানির মধ্যে কাউকে নেওয়া হবে কিনা। এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাবে না। ’

দলের ব্যাটিং পারফরম্যান্স ও বড় লক্ষ্যে জয় পাওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘বড় টার্গেটে ব্যাট করতে নেমে অামরা সহজ জয় পেয়েছি। পুরো কৃতিত্বই ব্যাটসম্যানদের। আমার মতে, বড় লক্ষ্যে এটিই আমাদের সেরা জয়। কয়েক বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষেও তিনশ রান তাড়া করে আমরা জিতেছিলাম। তবে বিশ্বকাপ বলেই স্কটিশদের বিপক্ষে জয়টি আমার কাছে সেরা। ’

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘন্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।