ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘একজন ব্যাটসম্যানের পক্ষে ট্রিপল সেঞ্চুরিও সম্ভব’

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
‘একজন ব্যাটসম্যানের পক্ষে ট্রিপল সেঞ্চুরিও সম্ভব’

ঢাকা: একদিনের ম্যাচে যদি কোন ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরিও করেন তাতে অবাক হবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। গতকাল পার্থে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানের রেকর্ড ব্যবধানে জয়ের পর এমনটিই জানান অজি অধিনায়ক।



৩৩ বছরের এ ‍অজির মতে ৫০ ওভারের ম্যাচে ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানদের এ রেকর্ড গড়া এখন সময়ের ব্যাপার।

ক্লার্ক বলেন, ‘বর্তমান সময়ের ক্রিকেট ম্যাচে আমরা বিভিন্ন ধরণের শট দেখছি। আর ব্যাটসম্যানেরাও আক্রমণাত্বক হয়ে খেলছে। যার কারণে একজন ব্যাটসম্যানের পক্ষে ট্রিপল সেঞ্চুরিও সম্ভব। ’

তিনি আরো বলেন, ‘ ওয়ার্নার, গেইল ও ডি ভিলিয়ার্সের মতো তারকারা ছোট একটি মাঠে ৫০ ওভার খেলতে পারলে যে কোন দিন এমন স্কোর হতে পারে। ’

এবারের বিশ্বকাপে ইতিমধ্যে কয়েকটি দানবীয় ইনিংস দেখেছে সমর্থকরা। গেইল মানুকা ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে করেছিলেন ২১৫ রান। যা বিশ্বকাপের সেরা। আর সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬৬ বলে ১৬২ রান করেছিলেন ভিলিয়ার্স। এছাড়া গতকাল আফগানদের বিপক্ষে ১৩৩ বলে ১৭৮ রান ধ্বংসাত্বক একটি ইনিংস খেলেছেন ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।