ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ড্র’তে শেষ ঢাকা-রংপুর ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
ড্র’তে শেষ ঢাকা-রংপুর ম্যাচ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ঢাকা-রংপুর ম্যাচটিও নিষ্প্রান ড্র হয়েছে। প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে থাকা ঢাকা বিভাগের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৯ রানে।

২৮৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রংপুরের ওপেনার লিটন কুমারের ৭৪ রানের  ইনিংসে ভর করে এক উইকেটে ১০০ রান তোলার পর শেষ হয় চতুর্থ দিনের খেলা।

বৃহস্পতিবার মিরপুর শের -ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ৬৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে ঢাকা বিভাগ। সাজেদুল ইসলাম ও শুভাশিষ রায়ের বোলিং তোপে ২৫৯ রানে থামে ঢাকার দ্বিতীয় ইনিংস।

এদিন সর্বোচ্চ ৪৯ রান করে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন নাদিফ চৌধুরী। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে।

রংপুরের হয়ে সাজেদুল ও শুভাশিষ তিনটি করে উইকেট দখল করেন।

প্রথম ইনিংসে ঢাকার করা ৩৩৫ রানের জবাবে ৩০৬ রান করেছিল রংপুর বিভাগ।  

ম্যাচসেরা হয়েছেন ঢাকা বিভাগের রকিবুল হাসান। এই ডানহাতি ব্যাটসম্যান প্রথম ইনিংসে ১৩০ ও দ্বিতীয় ইনিংসে করেন ২৮ রান।
 
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।