ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে সতর্ক করলো বিসিসিআই

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
কোহলিকে সতর্ক করলো বিসিসিআই সংগৃহীত

ঢাকা: সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির উপর। সর্বশেষ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে সতর্ক করে জানিয়েছে, দলে দ্বিতীয়বার এমনটি যেন না ঘটে।



এর আগে গত মঙ্গলবার পার্থে ‍অনুশীলনের সময় ভারতীয় পত্রিকা হিন্দুসান টাইমসের সাংবাদিক জাসভিন্দার সিধুর সঙ্গে কোহলি খারাপ আচরণ করেছেন। এমন একটি বিষয়ে আইসিসি’র কাছে ‍অভিযোগ দেন সিধু।

পরে বিসিসিআই’র নব নিযুক্ত সেক্রেটারি আনুরাগ ঠাকুর বলেন, ‘কিছুদিন আগে পার্থে যে ঘটনাটি হয়েছিল তা বোর্ড খতিয়ে দেখছে। ’

তিনি আরো বলেন, ‘বিসিসিআই ভারতীয় দলের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। আর তাদের উপদেশ দেয়া হয়েছে এমন ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। ’

আনুরাগ আরে যোগ করেন, ‘আমরা দলের ম্যানেজমেন্টকে আরো জানিয়েছি, ক্রিকেটারা যেন সবসময় দলের সম্মান বজায় রাখে ও ভবিষ্যতে যে কোন খারাপ আচরণ থেকে বিরত থাকে। ’

আগামীকাল পার্থের ওয়াকা গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত। ধোনি বাহিনী এর আগে নিজেদের প্রথম তিনটি ম্যাচে জিতে পুল ‘বি’তে শীর্ষে রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।