ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সামলে ওঠার চেষ্টায় ক্যারিবীয়রা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সামলে ওঠার চেষ্টায় ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় ৩৫ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ব্যাটিং লাইনআপ কিছুটা হলেও সামলে উঠার চেষ্টা করে যাচ্ছে। ব্যাটিং ক্রিজে টিকে থাকার চেষ্টা করছেন লেন্ডল সিমন্স এবং জোনাথন কার্টার।



১৫ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ চার উইকেট হারিয়ে ৫৪ রান।

এর আগে ক্যারিবীয়দের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ক্রিস গেইল এবং ডোয়াইন স্মিথ। আর ভারতের হয়ে বোলিং সূচনা করেন মোহাম্মদ সামি। প্রথম ওভার থেকে গেইল-স্মিথ তুলে নেন ৫ রান।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ৫ রান নিয়ে শুরু করলেও বেশ ধীরে ব্যাট চালান ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। তবে, মোহাম্মদ সামির পঞ্চম ওভারের পঞ্চম বলে উইকেটের পিছনে ধোনির গ্লাভসবন্দি হয়ে ফেরত যান ৬ রান করা স্মিথ।

অষ্টম ওভারে গেইল তুলে মারলে ক্যাচের সম্ভাবনা থাকলেও মোহিত শর্মা ব্যর্থ হন। তবে, দ্রুতই বোলিং মার্কে বল ফিরিয়ে দেন তিনি। ইতোমধ্যে মারলন স্যামুয়েলস বোলিং প্রান্ত থেকে বেরিয়ে যান। আর সে সুযোগে বিরাট কোহলি বল পেয়ে উইকেট ভেঙে দেন।

পরের ওভারে আবারো সামির আঘাতে ফেরেন ক্রমেই ভয়ংকর হয়ে উঠা ক্রিস গেইল। মোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে বিশ্বকাপের আসরে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান গেইল করেন ২৭ বলে ২১ রান।

স্মিথ, স্যামুয়েলস, গেইলের পর আউট হন দিনেশ রামদিন। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে শুন্য হাতেই ফেরেন রামদিন। ফলে, টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

১০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

এগারোতম বিশ্বকাপের ২৮তম ম্যাচে অস্ট্রেলিয়ার পার্থে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে পুল ‘বি’র এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

এর আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে কোনো রকম পাত্তা না দিয়ে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়েছে ভারত। আর নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকেও হারিয়েছে ৯ উইকেটের ব্যবধানে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের চার ম্যাচে দুই জয়ে ঝুলিতে চার পয়েন্ট। প্রথম ম্যাচে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছেও হারের স্বাদ নিতে হয়েছিল জেসন হোল্ডারের দলকে।

বিশ্বকাপে সাতবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে। চারবার জিতেছে টিম ইন্ডিয়া আর তিনবার জয় পেয়েছে ক্যারিবীয়রা।

আজকের ভেন্যু পার্থে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দল দুটি। ১৯৯১ সালে সে ম্যাচটি ড্র হয়। সে ম্যাচে দুই দলই ১২৬ রানে অলআউট হয়।

ভারত একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।

ওয়েস্ট ইন্ডিজ একদাশ: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, কেমার রোচ ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৫

** বিপর্যয়ে ক্যারিবীয়রা
** ক্যারিবীয়দের দুই উইকেটের পতন
** শুরুতেই সামির আঘাতে সাজঘরে স্মিথ
** টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে টিম ইন্ডিয়া
** টস জিতে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।