ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাবট-স্টেইন ফেরালেন শেহজাদকে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
অ্যাবট-স্টেইন ফেরালেন শেহজাদকে

ঢাকা: কাইল অ্যাবোটের বলে ডেইল স্টেইনের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফিরলেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। ব্যাট-প্যাড গোছানোর আগে ৩০ বলে ১৮ রান সংগ্রহ করেছিলেন শেহজাদ।



তবে, বোলার অ্যাবোটের নামের পাশে উইকেটের প্রাপ্তি লেখা থাকলেও শেহজাদকে সাজঘরে ফেরানোর নেপথ্য নায়ক হয়ে থাকবেন ‘স্টেইন গান’ই। উল্টো দৌঁড়াতে দৌঁড়াতে যেভাবে পাখির মতো লাফিয়ে তিনি ক্যাচটি ধরলেন সেজন্য ধারাভাষ্যকারকেও বলতে হলো, ‘স্টানার ফ্রম স্টেইন!’

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানদের ওপর শুরু থেকেই কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। এখন পর্যন্ত ১১ ওভারে করে ৪৫ রান দিয়েছেন। ঝুলিতে ভরে নিয়েছেন শেহজাদের উইকেটটি। পাকিস্তানের পক্ষে এখন ব্যাটিং করছেন সরফরাজ আহমেদ (১৫) ও ইউনিস খান (৯)।

শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হওয়া এ ম্যাচে টস পরীক্ষায় হেরে যান পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। টসজয়ী প্রোটিয়া দলপতি এবি ডি ভিলিয়ার্স তাদের ব্যাটিংয়ে পাঠান।

এই ম্যাচ পাকিস্তানের জন্য অনেক দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপে বড় দলের বিপক্ষে জয় নেই ৯২’র চ্যাম্পিয়নদের। তাই দলটির আত্মবিশ্বাসও তলানীতে। জিম্বাবুয়ে ও আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাশিত জয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে মিসবাহ-উল-হকের দল। এই ম্যাচে হারলে তাদের বিদায়ের অংক কষতে হবে।

অন্যদিকে দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাসী করে তুলেছে প্রোটিয়াদের। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এ তিন ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ইতিহাসও প্রোটিয়াদের পক্ষে। টানা তিন বিশ্বকাপে (১৯৯২-৯৯) পাকিস্তানের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। একবারও হারেনি বড় আসরের ‘চোকার’রা।

দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন হলেও দু’টি পরিবর্তন এসেছে পাকিস্তান একাদশে। প্রোটিয়াদের হয়ে ফারহান বাহারদিয়েনের পরিবর্তে নেমেছেন ইনজুরি ফেরত জেপি ডুমিনি। আর পাকদের পক্ষে হারিস সোহেল ও নাসির জামশেদের পরিবর্তে নেমেছেন যথাক্রমে ইউনিস খান ও সরফরাজ আহমেদ।

পাকিস্তান একাদশ
আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), উমর আকমল (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি ও মোহাম্মদ ইরফান।

দক্ষিণ আফ্রিকা একাদশ
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস,  এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার,  জেপি ডুমিনি, রিলি রুশো, কাইল অ্যাবোট, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

** প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিং
** ব্যাটিংয়ে নেমেছেন সরফরাজ-শেহজাদ
** টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
** পাকিস্তানের বাঁচা-মরার, প্রোটিয়াদের এগিয়ে যাওয়ার লড়াই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।