ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

ঢাকা: দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামছে আয়ারল্যান্ড। এ ম্যাচে জয় পেলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হবে দলটির।



শনিবার (০৭ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় হোবার্টের বেলরিভ ওভালে ম্যাচটি শুরু হচ্ছে। এর মাধ্যমে চৌদ্দতম ‌ভেন্যু হিসেবে নাম লেখাতে যাচ্ছে বেলরিভ ওভাল।

জিম্বাবুয়ের বিপক্ষে উইলিয়াম পোর্টারফিল্ডের দলের সুখস্মৃতি তোলা রয়েছে। ওয়ানডেতে সর্বশেষ ২০১০ সালে দ্বিপক্ষীয় সিরিজে দেখা হয়েছিল দু’দলের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শেষবারের দেখায় স্বাগতিক জিম্বাবুয়েকে ২০ রানে হারিয়েছিল আইরিশরা।

ইনজুরির কারণে জিম্বাবুয়ে দলে থাকছেন না নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। এ বিষয়টিও স্বস্তি দিতে পারে আয়ারল্যান্ডকে। চিগুম্বুরার পরিবর্তে দলে ডাকা হয়েছে রেগিস চাকাভাকে। ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন টেইলর।

বি গ্রুপে পয়েন্ট টেবিলে শেষ দিকে থাকলেও শেষ ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ঠিকই ভয় ধরিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। লড়াকু ম্যাচের সেই আত্মবিশ্বাস সাহস যোগাবে টেইলরদের। শিন উইলিয়ামসের ব্যাটিং ফর্ম ভরসার আশ্রয়স্থল হতে পারে জিম্বাবুয়ের জন্য। বিশ্বকাপে চার ম্যাচে ৬৪.৩৩ গড়ে ১৯৩ রান করেছেন এ ব্যাটসম্যান। তাই হোবার্টের ম্যাচে আইরিশ বোলারদের কাছে হুমকি হয়ে উঠতেই পারেন শিন উইলিয়ামস।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), চামু চিবাবা, সিকান্দার রাজা, শিন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, তেন্দাই চাতারা, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, মুপারিওয়া ও তিনাশে পানিয়াঙ্গারা

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, ম্যাক্স সোরেনসন, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকট্রেল।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।