ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে দুই আইরিশ ওপেনার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
ব্যাটিংয়ে দুই আইরিশ ওপেনার

ঢাকা: বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছেন দুই আইরিশ ওপেনার পোর্টারফিল্ড ও পল স্টার্লিং।

এর আগে সকালে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর।



শনিবার (০৭ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় হোবার্টের বেলরিভ ওভালে ম্যাচটি শুরু হয়। এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে চৌদ্দতম ‌ভেন্যু হিসেবে নাম লেখালো বেলরিভ ওভাল।

দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করবেন তাদের জয়ের সম্ভাবনা বেশি বলে সকালে পিচ রিপোর্টে জানান রাসেল আরনল্ড। তবে ম্যাচ জয়ে দু’অধিনায়কই আশাবাদী বলে টস পরবর্তীতে জানান তারা।

দু’ দলই একটি করে পরিবর্তন এনেছে। এলটন চিগাম্বুরার স্থলে জিম্বাবুয়ে দলে স্থান পেয়েছেন রেগিস চাকাভা। আর ম্যাক্স সরেনসেনের জায়গায় দলে ডাক পেয়েছেন অ্যালেক্স কুসেক্স।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), চামু চিবাবা, সিকান্দার রাজা, শিন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, তেন্দাই চাতারা, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, মুপারিওয়া ও তিনাশে পানিয়াঙ্গারা

আয়ারল্যান্ড একাদশ: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, অ্যালেক্স কুসেক্স, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকট্রেল।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

** টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।