ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেইলরের সপ্তম শতকে লড়ছে জিম্বাবুয়ে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
টেইলরের সপ্তম শতকে লড়ছে জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: আইরিশদের ছুড়ে দেওয়া ৩৩২ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৪ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে কিছুটা হলেও বিপর্যয় কাটিয়ে উঠেছে।

ব্যাটিং ক্রিজে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম শতক হাঁকিয়ে পাঁচ হাজারি ক্লাবের টেইলর ১০০ রান করে অপরাজিত আছেন।

আর টেইলরকে ৪৮ রান করা শেন উইলিয়ামস সঙ্গ দিয়ে চলেছেন। এ দুজন এখন পর্যন্ত ১২৬ রানের জুটিও গড়েছেন।

৩৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২০০ রান।

এর আগে ব্যাটিং উদ্বোধন করতে আসেন চামু চিভাভা এবং সিকান্দার রাজা। দলীয় ৩২ রানে সিকান্দার রাজাকে ফেরান জন মুনি। স্টারলিংয়ের তালুবন্দি হওয়ার আগে রাজা ব্যক্তিগত ১২ রান করেন।

ইনিংসের নবম ওভারে কুসাকের বলে পোর্টারফিল্ডের হাতে বল তুলে দেন জিম্বাবুয়ের ওপেনার চামু চিভাভা। আউট হওয়ার আগে চিভাভা ৩২ বল খেলে করেন ১৮ রান।

এরপর এগারোতম ওভারে মাসাকাদজাকে ফেরান কেভিন ও’ব্রাইন। উইকেটের পিছনে উইলসনের তালুবন্দি হওয়ার আগে মাসাকাদজা করেন মাত্র ৫ রান। আর ১৭তম ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সলোমন মিরেকে সাজঘরে যেতে বাধ্য করেন ডকরেল।

হোবার্টের বেলরিভ ওভালে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা নিয়ে বিশ্বকাপের ৩০তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে আয়ারল্যান্ড এড জয়েস আর অ্যান্ডি বালবিরনির ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৩১ রান করেছে। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পান জয়েস। আর প্রথম সেঞ্চুরি থেকে তিন রান দূরে থেকে রান আউট হন বালবিরনি। এ দু’জন মিলে ১৩৮ রানের জুটিও গড়েন।

ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় শতক হাঁকিয়ে দলকে ভালো অবস্থানে রেখে বিদায় নেন আইরিশ বাঁহাতি ব্যাটসম্যান এড জয়েস। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া জয়েস ৯৮ বলে শতক হাঁকিয়ে ১১২ রান করে আউট হন। আউট হওয়ার আগে তিনি ১০৩ বল খেলে ৯টি চার আর ৩টি ছয় হাঁকান।

আর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক থেকে মাত্র ৩ রান দূরে থেকে অ্যান্ডি বালবিরনি রান আউট হওয়ার আগে করেন ৯৭ রান। ব্যাটে ঝড় তুলে পানিয়াঙ্গারার করা ৪৩তম ওভারে তিনি ২১ রান তুলে নেন। ইনিংসের শেষ ওভারে দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়ার আগে ৭৯ বলে ৭টি চার আর ৪টি ছক্কা হাঁকান বালবিরনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৫

** দলের হাল ধরেছেন টেইলর-উইলিয়ামস
** দুই ওপেনারকে হারিয়েছে জিম্বাবুয়ে
** ৩৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
** আইরিশদের সংগ্রহ ৩৩১ রান
** বালবিরনির ব্যাটে ঝড়
** শতক হাঁকিয়ে ফিরলেন জয়েস
** জয়েসের শতকে এগুচ্ছে আইরিশরা

** জয়েসের তৃতীয় শতক
** শতকের অপেক্ষায় এড জয়েস
** দলীয় শতকে জয়েসের অর্ধশতক
** সতর্ক ব্যাটিংয়ে পোর্টারফিল্ড-জয়েস
** পানিয়াঙ্গারা ফেরালেন স্টার্লিংকে
** ব্যাটিংয়ে দুই আইরিশ ওপেনার
** টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।