ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাঁচ হাজারের পর টেইলরের শতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
পাঁচ হাজারের পর টেইলরের শতক ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের সপ্তম শতক তুলে নিলেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর। ১৩০ স্টাইক রেটে ৭৯ বলে এ শতক হাঁকান তিনি।



শনিবার (০৭ মার্চ) বিশ্বকাপের এগারোতম আসরের ৩০তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এ শতক হাঁকান তিনি। শতক হাঁকাতে ১০টি চার ও দুটি ছক্কা মারেন টেইলর।

এর আগে চতুর্থ জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশের মাইলফলক অর্জন করলেন টেইলর।

এ ম্যাচের আগে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশের জন্য মাত্র এক রান প্রয়োজন ছিল টেইলরের।

এর আগে অ্যান্ডি ফ্লাওয়ার (৬৭৮৬ রান), গ্র্যান্ড ফ্লাওয়ার (৬৫৭১ রান) ও অ্যালিস্টার ক্যাম্পবেল (৫১৮৫ রান) এ কৃতিত্ব অর্জন করেন।   

১৬৫টি (এ ম্যাচ বাদে) একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) খেলা টেইলরের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৪৫। ৩২টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ৬টি শতক।

২০০৪ সালের ২০ এপ্রিল বুলাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় টেইলরের।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।