ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩০০ উইকেট নেয়া ভেট্টরিই ম্যাচ সেরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
৩০০ উইকেট নেয়া ভেট্টরিই ম্যাচ সেরা ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথম কিউই বোলার হিসেবে ড্যানিয়েল ভেট্টরি ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। ক্রিকেট ইতিহাসের ১২তম বোলার হিসেবে তিনি এই অভিজাত ক্লাবের মেম্বার হলেন।

স্পিনারদের মধ্যে যা পঞ্চম।

রোববার (০৮ মার্চ) ভোর ৪টায় নেপিয়ারে আফগানিস্তানের সঙ্গে খেলায় তিনি এ মাইলফলক ছুঁলেন। আফগানদের ব্যাটিং ভরসা নওরোজ মঙ্গলকে সাজঘরে ফিরিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

পরে আফগান ইনিংসকে প্রায় একাই গুড়িয়ে দিয়ে ভেট্টরি তুলে নেন একে একে চারটি উইকেট। তাই ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। এখন পর্যন্ত ২৯১টি ওয়ানডে ম্যাচ খেলা ভেট্টরির বোলিং পরিসংখ্যানটি ছিল ১০ ওভারে চার মেডেন সহ ১৮ রানের বিনিময় চার উইকেট।  

বিশ্বের অন্যতম সেরা বামহাতি অর্থডক্স স্পিনার হিসেবে বলা হয় ভেট্টোরিকে। এ ম্যাচের আগে তার উইকেট শিকার ছিল ২৯৮টি। ওয়ানডেতে তার বেস্ট বোলিং ফিগার ৭ রানে ৫ উইকেট। ইকোনমি ৪ দশমিক ১১।

এর আগে ১১ জন বোলার ৩০০ কিংবা তার বেশি উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। যার মধ্যে নিউজিল্যান্ডের নেই একজনও। ৫শ’র কোটা পেরিয়েছেন কেবল শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন (৫৩৪) এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম (৫০২)।

এছাড়া টেস্টে ৩৬২ উইকেট শিকারের পাশাপাশি ৪ হাজার ৫৩১ রান করেছেন ভেট্টোরি। ১৯৯৭ সালে ওয়ানডে অভিষেক হয় ‘ব্ল্যাক ক্যাপস’দের সাবেক অধিনায়ক ভেট্টোরির।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।